জাত ভিত্তিক গণনা নিয়ে বড় পদক্ষের বাংলার পড়শি রাজ্যে
এবার লক্ষ্য়ে জাত ভিত্তিক গণনা। আদমসুমারী বা এনপিআর প্রসঙ্গের থেকে একটু দূরে গিয়ে এই জাত ভিত্তিক গণনা নিয়ে রীতিমতো এগিয়ে গেল বিহার। নীতীশ কুমারের সরকার শাসিত বিহারে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বিধানসভায়।

বিহার বিধানসভায় এবার জাত ভিত্তিক জনগণনার দাবিতে প্রস্তাব পাশ হয়ে গেল। বিজেপির জোট সঙ্গী জেডিইউ শাসিত এমন রাজ্যে যাতে ২০২১ সালের মধ্যে জাতের ভিত্তিতে জনগণনা হয়, তার সপক্ষেই সমর্থন করে এমন প্রস্তাবনা পাশ হয় বিহার বিধানসভায়।
উল্লেখ্য, এমন প্রস্তাবনার সপক্ষে উদ্যোগ নেন স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই। আসন্ন বিহার বিধানসভা ভোটকে নজরে রেখে এমন উদ্যোগ বলে মনে করছেন একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ। এদিকে, উত্তরপ্রদেশেও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এমন জাত ভিত্তিক গণনার উদ্যোগের কথা বলেছেন। এমন পরিস্থিতিতে বিহারের অ ই পদক্ষেপ বেশ প্রাসঙ্গিক হয়ে পড়ছে। যেখানে এনপিআর নিয়ে বিভিন্ন রাজ্যে লাগু না করার বার্তা দেওয়া হচ্ছে, সেখানে জাত ভিত্তিক গণনা কোনপথে যায়, সেদিকে নজর সকলের।