For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ল ঊর্ধ্বসীমা, নতুন বছরে এটিএম থেকে তোলা যাবে দৈনিক ৪,৫০০ টাকা!

১ জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হল। নোটবাতিলের পর এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বমীসা ছিল দৈনিক ২,৫০০ টাকা পর্যন্ত তোলা যাবে। এখন সেই অঙ্কের পরিমাণ বাড়িয়ে করা হল ৪,৫০০ টাকা।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : ১ জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হল। নোটবাতিলের পর এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বমীসা ছিল দৈনিক ২,৫০০ টাকা পর্যন্ত তোলা যাবে। এখন সেই অঙ্কের পরিমাণ বাড়িয়ে করা হল ৪,৫০০ টাকা।

দৈনিক টাকা তোলার ঊর্ধ্বসীমায় পরিবর্তন আনা হলেও সাপ্তাহিক টাকা তোলার ক্ষেত্রে টাকার অঙ্কে কোনও পরিবর্তন আনা হয়নি। সাপ্তাহিক টাকা তোলার ঊর্ধ্বসীমা এখনও ২৪,০০০ টাকা পর্যন্তই রাখা হয়েছে।

বাড়ল ঊর্ধ্বসীমা, নতুন বছরে এটিএম থেকে তোলা যাবে দৈনিক ৪,৫০০ টাকা!

শুক্রবার, আরবিআই-এর একটি বিবৃতিতে জানানো হয়েছে, "পরিস্থিতির রিভিউ করার পর এটিএম থেকে দৈনিক টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে যদিও সাপ্তাহিক টাকা তোলার উর্ধ্বসীমায় কোনও পরিবর্তন নেই। আগামী ১ জানুয়ারি, ২০১৭ থেকে এই নিয়ম লাগু হবে।"

গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন আরবিআই-এর কাছে পর্যাপ্ত মুদ্রা রয়েছে। নগদ সরবরাহের পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

নোট বাতিলের পর যে ৫০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য তা গতকালই শেষ হয়েছে। তবে এখনও ব্যাঙ্ক এবং এটিএমগুলিকে ভিড় দেখা যাচ্ছে।

এদিকে সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চের পরেও কারোর কাছে ১০টির বেশি বাতিল নোট পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ। ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানা হতে পারে।

English summary
Cash withdrawal limit from ATMs increased to Rs 4,500 per day from January 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X