For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসরের আর বাকী এক সপ্তাহ! কোন কোন বড় মামলার রায় দিতে পারেন মুখ্য বিচারপতি দীপক মিশ্র

প্রথা অনুযায়ী আগামী ২ অক্টোবর অবসর নেবেন ভারতের মুখ্য বিচারপতি দীপক মিশ্র। তার জায়গায় দায়িত্বে আসবেন আর এক সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈ।

  • |
Google Oneindia Bengali News

প্রথা অনুযায়ী আগামী ২ অক্টোবর অবসর নেবেন ভারতের মুখ্য বিচারপতি দীপক মিশ্র। তার জায়গায় দায়িত্বে আসবেন আর এক সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈ। কাজের দিন ধরলে আর মাত্র পাঁচ-ছয় দিন সময় রয়েছে বিচারপতি মিশ্রর হাতে। তার মধ্যেই অবশ্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় রিজার্ভে রেখেছেন তিনি। সেগুলিতে অবসরের আগে রায় দিয়ে যেতে পারেন বিচারপতি মিশ্র। যার মধ্যে রয়েছে ভীমা-কোরেগাঁও ও আধারের মতো গুরুত্বপূর্ণ মামলা। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন মামলা রয়েছে।

রাম মন্দির মামলা

রাম মন্দির মামলা

রাম মন্দির মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলা নিয়ে নানা জটিলতা রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস ও রামমন্দির বিতর্কের সমাধান বিচারপতি মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চের ভাগে পড়েছে। এখনও নানা দিক নিয়ে আদালত মতামত নিতে পারে বা নিয়ে চলেছে।

সবরিমালা মামলা

সবরিমালা মামলা

সরবিমালা মামলায় বিচারপতি মিশ্রর বেঞ্চের রায় দেওয়ার কথা। ১০ থেকে ৫১ বছর বয়সী অবধি মহিলাদের সবরিমালা মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। তা সরিয়ে নেওয়া নিয়ে ফের মামলা হয়েছে। এবার পুরোপুরি সমস্ত বিধিনিষেধ আদালত সরিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আধার মামলা

আধার মামলা

আধারের বৈধতা নিয়ে যে মামলা হয়েছে তা নিয়ে আদালতে বহু তর্ক-বিতর্ক হয়েছে। ইউআইডিএআই-এর মতামতও আদালত খতিয়ে দেখেছে। এই কার্ডে থাকা তথ্য সুরক্ষিত কিনা তা নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে। একবার আধারের তথ্য ফাঁস হওয়া নিয়ে বিতর্ক হয়।

বহুগামিতা মামলা

বহুগামিতা মামলা

একাধিক সঙ্গীর সঙ্গে জীবনযাপন বা বহুগামিতা আইনসঙ্গত কিনা সেই প্রশ্ন নানা সময়ে উঠেছে। মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ এই মামলাতে রায় রিজার্ভ রেখেছে।

ভীমা-কোরেগাঁও মামলা

ভীমা-কোরেগাঁও মামলা

ভীমা-কোরেগাঁও মামলায় ৫ জন মাও ঘনিষ্ঠ সমাজকর্মীকে গ্রেফতার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তা নিয়ে মুখ্য বিচারপতির বেঞ্চে মামলা চলছে। রোমিলা থাপার নামে এক জনৈক মামলা করেছেন সরকারের বিরুদ্ধে। এদিকে কেন্দ্রের দাবি এই সমাজকর্মীরা দেশের বিরুদ্ধে কাজ করেছেন। এই মামলায় আদালতের রায় ঝুলে রয়েছে।

English summary
Cases in Supreme Court under CJI Dipak Misra's cart before retiring on 2nd October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X