For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নামে আপত্তিকর মন্তব্য! গ্রেফতার হতে পারেন এই বলিউড অভিনেতা

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে দায়ের হল মামলা। সম্প্রতি বেঙ্গালুরুতে ডিওয়াইএফআই-এর মঞ্চ থেকে মোদীকে নিশানা করেন প্রকাশ রাজ।

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলিউডের অভিনেতা প্রকাশ রাজ। আর সেই মুখ খোলার জেরে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা। লখনই আদালতে এক আইনজীবী প্রকাশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। ৭ অক্টোবর এই মামলার শুনানি।

মোদীর নামে আপত্তিকর মন্তব্য! গ্রেফতার হতে পারেন এই বলিউড অভিনেতা

দিন কয়েক আগে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে মুখ খোলেন প্রকাশ রাজ। এমনকী বেঙ্গালুরুতে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনের উদ্বোধনে ভাষণও দেন তিনি। সেখানে ফের একবার গৌরীর খুনের ঘটনায় সুর চড়া করেন প্রকাশ। গৌরী লঙ্কেশের ঘণিষ্ট বন্ধু ছিলেন প্রকাশ। ছাত্রজীবন থেকে দু'জন দু'জনকে চিনতেন। গৌরীর খুনের ঘটনার পরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রকাশ। কিন্তু, মোদীকে নিশানা করে যেভাবে তিনি কড়া মন্তব্য করেন তা আগে কখনও করেননি।

এই মন্তব্যে দেশের রাজনৈতিক মহলেও বেশ সাড়া পড়ে গিয়েছে। কারণ, ডিওয়াইএফআই-এর মঞ্চে দেওয়া বক্তব্যে প্রকাশ বলেছিলেন মোদী সহ যেসব ব্যক্তি শাসক হিসাবে শীর্ষপদে বসে আছেন তাঁরা এমন অভিনয় করছেন যে তাতে তাঁর জাতীয় পুরস্কারগুলি ফেরত দিয়ে উচিত। মোদী এবং তাঁর দল এত সুন্দর অভিনয় করছেন যে অভিনেতা হিসাবে তিনিও হার মেনে যাবেন বলেও মন্তব্য করেন প্রকাশ।

পাঁচ পাঁচটি জাতীয় পুরস্কারে সম্মানিত এই অভিনেতা আরও বলেন যে, 'আমার বন্ধু গৌরীকে কারা খুন করল সেটার থেকেও বড় কারা সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুতে উৎসব পালন করছে। এর থেকে বুঝে নিতে অসুবিধা হয় না গৌরীর মৃত্যুর পিছনে কারা রয়েছে। এই সব মানুষ সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর অনুগামী বলেই পরিচিত। অথচ, নরেন্দ্র মোদী এই সব মানুষগুলিকে নিয়ে একদম চুপ। কিছুই ঘটেনি ভাব করে থাকা মানুষগুলোকে যখন চারপাশে চলাফেরা করতে দেখি তখন মনে হয় আমার পাঁচটি জাতীয় পুরস্কার এঁদেরই দিয়ে দেওয়া উচিত।'

প্রকাশ তাঁর বক্তব্যে আরও বলেন যে, 'আমি একজন জাত অভিনেতা, কিন্তু, আমি অভিনয়টা ধরতে পারব না? আমি কি গাধা? সাধারণ মানুষ কি এই চাতুরি ধরতে পারবে না? আজকের যুব সমাজ কি অন্ধ? সময় এসে গিয়েছে মোদীকে কথাগুলি বোঝানোর।'

এমনকী, এই প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করতে ছাড়েননি প্রকাশ। তিনি বলেন, 'সম্প্রতি আমি একটি ভিডিও দেখেছিলাম, সে যদি মুখ্যমন্ত্রী না হত তাহলে তাঁকে আমি কোনও মন্দিরের পুরোহিত বলেই মনে করতাম। মনে হচ্ছে তিনি যেন দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। এই ধরনের মানুষদের ভয় পাবেন না। এরা আমাদের থেকে শক্তিশালী নয়। আমাদের দূর্বলতাই এঁদের শক্তি।'

বলিউডে অভিনয় করা ছাড়া তেলেগু, তামিল, কন্নড়-এও একজন নামী ও দক্ষ অভিনেতা বলেই পরিচিতি আছে প্রকাশ রাজের। সন্দেহ নেই মোদী সম্পর্কে তাঁর চাঁচাছোলা মন্তব্য এখন গরম হাওয়া বইয়ে দিয়েছে দেশের রাজনীতিতে।

English summary
Some days back actor Prakash Raj gave a controversial statement on the murder of journalist activist Gouri Lankash. Praksh raised the question against the silence of Modi on this issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X