For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু অযোধ্যা মামলার শুনানি, সম্প্রচারের আবেদন খারিজ শীর্ষ আদালতে

আজ থেকেই অযোধ্যা মামলার শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় দৈনন্দিন শুনানি স্থির করা হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি চলছে।

Google Oneindia Bengali News

আজ থেকেই অযোধ্যা মামলার শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় দৈনন্দিন শুনানি স্থির করা হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি চলছে।

শুরু অযোধ্যা মামলার শুনানি, সম্প্রচারের আবেদন খারিজ শীর্ষ আদালতে

শুরুতেই এই শুনানি সরাসরি সম্প্রচারের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেয় বেঞ্চ। প্রাক্তন আরএসএস নেতা কে এন গোবিন্দাচার্য আবেদন করেছিলেন অযোধ্যার রামজন্মভূমি ও বাবরি মসজিদের মতো স্পর্শকাতর মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হোক। যাতে সাধারণ মানুষ সেসম্পর্কে জানতে পারেন। কিন্তু প্রথম দিনেই প্রাক্তন আরএসএস নেতার সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

এই নিয়ে মামলার শুনানির প্রথম দিনেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং রাজীব ধবনের মধ্যে এজলাসেই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। আইনজীবী দাবি করেছেন এই জমি বিতর্কের মধ্যে কোনও ভাবেই সীতা রসুই, চাবুতরা, ভান্ডার ঘর এবং আখারা যেখানে শোভাযাত্রী বের করে তাকে ফেলা যাবে না। নীলমনি আখারার পক্ষ থেকে এদিন সরজমিনে সেই এলাকা পরিদর্শনের দাবি জানানো হয়েছে।

নীলমনি আখারার তরফেই জানানো হয়েছে ১৯৩৪ সাল থেকেই ওই চত্ত্বরে মুসলিমদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তাই এই চারটি জায়গা নিয়ে নতুন করে কোনও বিতর্ক তৈরি করা উচিত হবে না।

English summary
Case hearing of Ram Janmabhoomi-Babri Masjid land dispute in Ayodhya starts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X