For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাত ভাড়িয়ে কাজ করায় মহিলা রাঁধুনির বিরুদ্ধে পুলিশে মামলা বিজ্ঞানীর

ভারতীয় মৌসম বিভাগে কর্মরত এক বিজ্ঞানী তাঁর বাড়িতে নিচু জাতের রাঁধুনি জাত ভাড়িয়ে কাজ করায় পুলিশে মামলা দায়ের করলেন।

  • |
Google Oneindia Bengali News

বিজ্ঞানের আলো সমাজের সমস্ত কুসংষ্কার ও অন্ধবিশ্বাস থেকে আমাদের টেনে বের করে মনকে আলোকিত করবে। এমনটাই ভাবা হয়। তবে দেশটার নাম যখন ভারতবর্ষ, তখন বিজ্ঞানের আলোকে আলোকিত বিজ্ঞানীদের কাছ থেকেই বিজ্ঞানভাবনা প্রসারিত হবে এমনটা ভাবার কোনও কারণ নেই।

জাত ভাড়িয়ে কাজ করায় মহিলা রাঁধুনির বিরুদ্ধে পুলিশে মামলা

এদেশের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা বা বিজ্ঞান মনস্করাও সমান অন্ধবিশ্বাস ও কূপমণ্ডুকের জীবনযাপন করছেন। এমনটা ফের স্পষ্ট হল। ভারতীয় মৌসম বিভাগে কর্মরত এক বিজ্ঞানী তাঁর বাড়িতে নিচু জাতের রাঁধুনি জাত ভাড়িয়ে কাজ করায় পুলিশে মামলা দায়ের করলেন।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেয়। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল মেধা বিনায়ক খোলে তাঁর বাড়ির রাঁধুনি নির্মলা যাদবের বিরুদ্ধে পুলিশে মামলা করেছেন।

অভিযোগ, নির্মলা নিচু জাতের হয়েও ব্রাহ্মণ সেজে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রান্না করে গিয়েছেন। যা তিনি জানতেন না। কারণ কাজ নেওয়ার সময়ে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেছিলেন তিনি। নিজের নাম নির্মলা কুলকার্নি বলেছিলেন।

পুলিশ জানিয়েছে, গতবছরে নিজের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে রান্না করানোর জন্য এক রাঁধুনির খোঁজ চেয়ে বিজ্ঞাপন দেন মেধাদেবী। সেইসময়ে নির্মলা এসে নিজেকে ব্রাহ্মণ বলে কাজ জুটিয়ে নেয়। বেশ কয়েকটি অনুষ্ঠানে রান্নাও করেন।

তবে কিছুদিন আগে স্থানীয় এক পুরোহিত মেধাদেবীকে জানান, তাঁর বাড়িতে কাজ করা মহিলা ব্রাহ্মণ নন। এরপরে মেধাদেবী নিজে নির্মলার বাড়িতে গিয়ে খোঁজ নিতেই আসল ঘটনা সামনে আসে।

এরপরই তিনি পুলিশে অভিযোগ করেন। এবং পুলিশ ৪১৯, ৩৫২ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করেছে। তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেও বিজ্ঞানী মেধাদেবী অভিযোগ করেছেন।

English summary
Case against victim of caste discrimination filed by Indian Scientist in Pune
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X