For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দিরের বিরোধিতা করায় ভগবানের নামেই দায়ের হল অভিযোগ

কন্নড় লেখক কেএস ভগবানের বই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা নিয়ে নিজের রায় এখনও জানায়নি সুপ্রিম কোর্ট। শুনানি চলবে। তারপরে সিদ্ধান্ত হবে। তার মধ্যেই রাম মন্দির তৈরির জন্য উঠেপড়ে লেগেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। অযোধ্যায় রাম মন্দির যত তাড়াতাড়ি তৈরি করা যায় তা করা হোক, এমনই দাবি উঠেছে। এরই মধ্যে কন্নড় লেখক কেএস ভগবানের বই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

রাম মন্দিরের বিরোধিতা করায় ভগবানের নামেই দায়ের হল অভিযোগ

অভিযোগ, নিজের লেখা বইয়ে তিনি রাম মন্দিরের বিপক্ষে কথা বলেছেন। কন্নড় ভাষায় লেখা বই 'রাম মন্দির ইয়েকে বেড়া' (যার অর্থ - রাম মন্দির কেন প্রয়োজন নেই)-য় রাম মন্দিরের প্রয়োজন নেই বলে তিনি দাবি করেছেন।

এর বিরোধিতায় ডানপন্থী সংগঠনগুলি শুক্রবার লেখক ভগবানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ভগবান রামচন্দ্রকে অপমান করার তোপ দাগেন ভগবানের ওপর।

হিন্দু জাগরণ বেদিকে-র মাইসোর জেলা সভাপতি কে জগদীশ হেব্বর শনিবার অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।

যদিও লেখক ভগবান নিজের লেখা নিয়ে বলেছেন, তিনি বাল্মিকীর রামায়ণের ভিত্তিতে রামের বর্ণনা করেছেন। এই ঘটনায় বিজেপির কর্ণাটক ইউনিট মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লেখক কেএস ভগবানকে গ্রেফতারির দাবি করেছেন। বিজেপি নেতা সুরেশ কুমার বলেছেন, হয় ভগবানকে গ্রেফতার করো, না হয় মানসিক হাসপাতালে পাঠাও। এখন দেখার কুমারস্বামীর সরকার কী ব্যবস্থা নেয়।

English summary
Case against Kannada author KS Bhagwan for allegedly insulting Lord Ram in book
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X