For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী রাজ্যে গাড়িতে লেপে দেওয়া হয়েছে গোবর! কারণ জানলে অবাক হবেন

প্রায় সারা দেশ জুড়ে চলছে প্রবল দাবদাহ। বাদ নেই মোদী রাজ্য। আহমেদাবাদের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপ থেকে বাঁচতে এক গাড়ির মালিক অভিনব পন্থা নিয়েছেন।

Google Oneindia Bengali News

প্রায় সারা দেশ জুড়ে চলছে প্রবল দাবদাহ। বাদ নেই মোদী রাজ্য। আহমেদাবাদের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপ থেকে বাঁচতে এক গাড়ির মালিক অভিনব পন্থা নিয়েছেন। নিজের পুরো গাড়িতে লেপে দিয়েছেন গোবর। সেই ছবি শেয়ার করেছেন ফেসবুক ব্যবহারকারী রূপেশ গৌরাঙ্গ দাস। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

গাড়িতে লেপে দেওয়া হয়েছে গোবর! কারণ জানলে অবাক হবেন

ফেসবুক ব্যবহারকারী রূপেশ গৌরাঙ্গ দাস বলছেন, এইরকমভাবে গোবরের ব্যবহার তিনি নতুন দেখলেন। গোবরের অন্যতম শ্রেষ্ঠ ব্যবহার। তিনি জানিয়েছেন গাড়িটি শ্রীমতি সেজল শাহের। তিনি নিজেই গাড়িকে ঠাণ্ডা রাখতে এই অভিনব পন্থা নিয়েছেন বলে জানিয়েছেন রূপেশ। সঙ্গে নিজেই জানিয়েছেন, তিনি ছবিটি পেয়েছেন হোয়াটসঅ্যাপে।

গাড়িতে লেপে দেওয়া হয়েছে গোবর! কারণ জানলে অবাক হবেন

গাড়ির দুটি ছবি বেস হাসিরও বটে। অনেকে আবার গাড়ির মালিকের অকপটতা নিয়েও প্রশ্ন তুলেছেন। গাড়ির মালিক গোবরের গন্ধ সহ্য করছেন কীভাবে। আর যারা সেই গাড়ির পাশ দিয়ে যাবেন তারাও বা মেনে নেবেন কেন। আরও প্রশ্ন এই কাজ কি বিজ্ঞানসম্মত।

গ্রামীণ ভারতে ঘরের দেওয়াল কিংবা মাটিতে গোবর লেপে থাকেন। যা ঘরকে ঠাণ্ডা রাখে বলেও প্রচলিত বিশ্বাস।

English summary
Car owner in Ahmedabad covered her car with Cow dung
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X