For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথদুর্ঘটনার বলি ১: গাড়ির ছাদে আটকে থাকা মৃতদেহ নিয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম চালকের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মাহাবুবনগর, ২১ সেপ্টেম্বর: তেলেঙ্গানার মাহাবুবনগরে বেপরোয়া গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হল এক ব্যক্তির। পথদুর্ঘটনায় মৃত্যু নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালেও তেলেঙ্গানার এই ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর। যা বেপরোয়া চালকদের দৌরাত্মকেই আরও একবার প্রকাশ্যে এনে দিল। [অবিশ্বাস্য : বুকের এফোঁড়-ওফোঁড় বাঁশ ঢুকেও প্রাণে রক্ষা পেলেন বাসচালক!]

বেপোরয়া গাড়ির চালক শুধুমাত্র ধাক্কা মেরেই ক্ষান্ত হননি। ধাক্কা লাগার পরে মৃতদেহটি গাড়ির ছাদে আটকে যায়। এই অবস্থায় মৃতদেহটিকে নিয়েই তিন কিলোমিটার গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। [গাড়ি চালানোর সময় মহিলাকে চুমু খেতে গিয়ে কেলেঙ্কারি, ক্যাব-স্কুটার ঠুকলেন মহিলা চালক!]

পথদুর্ঘটনার বলি ১ : গাড়ির ছাদে আটকে থাকা মৃতদেহ নিয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম চালকের

অভিযুক্ত চালকের নাম রাজশ্রী রেড্ডি। দুর্ঘটনায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁর নাম শ্রীনিবাসুলু বলে জানা গিয়ে। প্রত্যক্ষদর্শীদের মতে অভিযুক্ত চালক এতটাই বেপরোয়া ছিল যে ধাক্কা মারার পরেও কোন ভ্রুক্ষেপই ছিল না তার। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য মৃতদেহ গাড়ির ছাদে আটকে থাকা অবস্থাতেই সে আরো জোরে গাড়ি চালাতে থাকে। [কেউ সাহায্য করেনি, মৃত স্ত্রীর দেহ কাঁধে ১০ কিলোমিটার পথ হাঁটলেন স্বামী]

দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে স্থানীয় বাসিন্দারাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গাড়িটি থামানোর চেষ্টা করে। এই কাজে সফল হলেও অভিযুক্ত চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানতে পেরেছে গাড়িটি হায়দরাবাদের এক শিল্পপতির ছিল। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। [মৃতদেহ গাড়িতে নিয়ে খরচ না বাড়িয়ে, হাড়গোড় ভেঙে দলা পাকিয়ে ব্যাগে ভরে হাঁটা দিল পুলিশ]

English summary
Car Hits Man, Keeps Going With Body On Roof For 3 km In Telangana's Mahbubnagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X