সংসদের গেট ভাঙল গাড়ি, মুহূর্তে মধ্যে সন্ত্রাসের আতঙ্কে ফিরল ২০০১ সালের স্মৃতি
১২ ফেব্রুয়ারি, ২০১৯। এই দিনে ফের ফিরে এল ২০০১ সালের ১৩ ডিসেম্বরের সেই ভয়ানক স্মৃতি। যেখানে জঙ্গিরা গণতন্ত্রের পীঠস্থানে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল। এই ঘটনার ১৯ বছরের মাথায় যেন ফিরল সেই আতঙ্ক। একটি গাড়ি সংসদ ভবনের গেটে ধাক্কা মারতেই বাজল সন্ত্রাসের ঘণ্টি। আর জার জেরে মুহূর্তের মধ্যে হাই-অ্যালার্ট জারি হয়ে যায় সংসদ ভবনে। এমনকী নিরাপত্তা বাহিনী স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেই গাড়িকে তাক করে বসেছিল। কয়েক সেকেন্ডে গাড়়িটা আর একচটুল নড়াচড়া করলেই ঝাঁঝরা করে দেওয়া হত গুলিতে। কিন্তু, নিরাপত্তার এমন বহরে চমকেই যান গাড়ির চালক। ফলে তিনি আর কিছু বাড়াবাড়ি করেননি।

জানা গিয়েছে, একটি মারুতি গাড়ি সংসদের একটি 'প্রবেশ নিষেধ' গেট গিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে গেটের সামনে থাকা স্বয়ংক্রিয় স্পাইকস ব্যারিকেড চালু হয়ে যায় এবং এই ব্যারিকেডের লম্বা লম্বা কাঁটার ধাক্কায় মারুতি গাড়ির সামনের বাম্পার ভেঙে যায়।
জানা গিয়েছে গাড়িটি মণিপুরের কংগ্রেস সাংসদ ডক্টর থোককোম মেইনিয়া-র। যদিও এই ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
গাড়িটি স্পাইকস ব্যারিকেডে ধাক্কা মারতেই নিরাপত্তা বাহিনী পজিশন নিয়ে ফেলে এবং তাঁদের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রকে অ্য়াক্টিভ মোডেও ফেলে দিয়েছিলেন। গাড়িটি আর একটু এদিক-ওদিক করলেই ছুটত বুলেটের বৃষ্টি।
Delhi: Security on high alert after car of an MP rammed into a barricade in Parliament premises. More details awaited. pic.twitter.com/QfzNTHRGYX
— ANI (@ANI) February 12, 2019
২০০১ সালে এই গেট দিয়েই সংসদে ঢুকে ছিল জঙ্গিরা। ফলে, সংসদ হামলার ১৯ বছরের মাথায় সেই একই গেটে নিরাপত্তা বেষ্টনী ভাঙার ঘটনায় হইচই পড়ে যায়। অনেকের মনেই ফিরে আসে ২০০১ সালের সংসদ হামলার স্মৃতি। কিন্তু, গাড়ির চালক আর এগনোর সাহস না দেখানোয় একটা বড় অনর্থের ঘটনা ঘটার থেকে রেহাই পাওয়া গেল বলেই মনে করা হচ্ছে। তবে, সাংসদের গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ চলছে। গত ডিসেম্বরেও একই ধরনের ঘটনা ঘটেছিল। একটি ট্যাক্সি সংসদের গেটে ধাক্কা মারায় নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠেছিল।