For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, মন্ত্রী হিসাবে শপথ সিধু-সহ ৯ জনের

পাঞ্জাবের ২৬ তম মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার সকাল ১০ টা ১৭ মিনিটে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন অমরিন্দর সিং।

Google Oneindia Bengali News

চণ্ডীগড়, ১৬ মার্চ : পাঞ্জাবের ২৬ তম মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার সকাল ১০ টা ১৭ মিনিটে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন অমরিন্দর সিং। এর আগে ২০০১-২০০৭ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।[পাঞ্জাব : কেন পিছিয়ে পড়ল কেজরিওয়ালের আম আদমি পার্টি ?]

এদিন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পাশাপাশি ৭ পূর্ণ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীও শপথ নিলেন। প্রাক্তন বিজেপি সাংসদ নভজ্যোৎ সিং সিধু মন্ত্রী হিসাবে এদিন শপথ নিলেন। যদিও কোন দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হবে সে বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী পরকাশ সিং বাদলের আত্মীয় মনপ্রীত বাদলও এদিন অমরিন্দর সিংয়ের ক্যাবিনেটের পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।[পাঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে]

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, মন্ত্রী হিসাবে শপথ সিধু-সহ ৯ জনের

শপথ নেওয়া অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন, ব্রহ্ম মহিন্দ্রা, সাধু সিং ধরমসত, ত্রিপত রাজিন্দর বাজওয়া, রানা গুরজিৎ সিং এবং চরণজিৎ সিং চান্নি। মাঝা থেকে দলিত মুখ অরুণ চৌধুরি এহং মালেরকোটলা বিধানসভা কেন্দ্র থেকে রাজিয়া সুলতানা প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।[পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের, অকালি দলের শরিক হয়ে ডুবল বিজেপি]

সূত্রের খবর, ক্যাপ্টেন অমরিন্দর সিং চেয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান ছোট করেই হোক। রাজ্যের আর্থিক দুরবস্থার মধ্যে শুধু শুধু অনুষ্ঠানে জাঁকজমক আনতে টাকা অযথা টাকা খরচ করতে চাননি ক্য়াপ্টেন। পাশাপাশি তিনি দলের সমস্ত নেতাকর্মীদের কাছে লাগামছাড়া বিজয়োৎসব না করারই আবেদন জানিয়েছেন।[অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোডিয়ার মধ্যে সমস্যা, ভাঙতে চলেছে আপ বললেন সতীশ উপাধ্যায়]

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিব্বল, সলমন খুরশিদ এবং অম্বিকা সোনি। এছাড়াও ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কংগ্রেস নেতা শচীন পাইলট।

ইতিমধ্যে আম আদমি পার্টি ঘোষণা করেছে এইচএস ফুলকা হবেন ১১৭ আসনের বিধানসভায় বিরোধী নেতা। পাঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে ৭৭টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস।

English summary
Captain Amarinder Singh sworn in as Punjab Chief Minister; Navjot Singh Sidhu among nine take oath as ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X