For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী সাড়া দিলেন না পাকিস্তানের আমন্ত্রণে, ‘বন্ধু’ সিধু তবু অনড়, ফের বিতর্ক

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পর পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিলেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর কুমার সিংও। যদিও তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্যা নভজ্যোৎ সিং সিধু যাচ্ছেন পাকিস্তানে।

  • |
Google Oneindia Bengali News

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পর পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিলেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর কুমার সিংও। যদিও তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্যা নভজ্যোৎ সিং সিধু 'বন্ধু' ইমরান খানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান যেতে নাছোড়বান্দা। অর্থাৎ সিধুর পাক-যাত্রা নিয়ে ফের বিতর্ক তুঙ্গে উঠতে চলেছে।

মুখ্যমন্ত্রী সাড়া দিলেন না পাকিস্তানের আমন্ত্রণে, ‘বন্ধু’ সিধু তবু অনড়, ফের বিতর্ক

পঞ্জাবের মুখ্যমন্ত্রী যখন ইমরানেকর আমন্ত্রণে সাড়া দিতে পারছেন না বলে সন্ত্রাসের কারণকেই সামনে তুলে ধরেছেন, তখন তাঁরই মন্ত্রিসভার সদস্য নভজ্যোৎ সিং সিধুর পক্ষে পাকিস্তানের করতারপুর করিডোরের অনুষ্ঠানে উপস্থিত থাকা কতটা যুক্তিপূর্ণ হবে, তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। উল্লেখ্য, এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও জানিয়ে দিয়েছেন তিনি পকিস্তানের ডাকে সাড়া দিচ্ছেন না।

পাকিস্তানের করতারপুর করিডোর খুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে পাকিস্তান। সেই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মোদী সরকারের দুই মন্ত্রী হরসিমরত কাউর বাদল ও হরদীপ সিং পুরী। তেমনই অমরিন্দর সিং যাচ্ছেন না পাকিস্তানে।

[আরও পড়ুন: মোদীর বাবা কে, প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী! বেফাঁস মন্তব্যে বিপাকে কংগ্রেস][আরও পড়ুন: মোদীর বাবা কে, প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী! বেফাঁস মন্তব্যে বিপাকে কংগ্রেস]

পাকিস্তানের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুকে। তার মধ্যে সিধু বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফের পাকিস্তানে যাবেন বলে আগাম জানিয়ে দিয়েছেন। গত আগস্ট মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে করতারপুর করিডোর খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন সিধু।

[আরও পড়ুন;মোদী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন চার বছরের ব্যর্থতা, পাল্টা প্রচারে কংগ্রেস][আরও পড়ুন;মোদী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন চার বছরের ব্যর্থতা, পাল্টা প্রচারে কংগ্রেস]

সেই করতারপুর করিডোর খুলে দেওয়ার পূণ্যক্ষণে তিনি উপস্থিত থাকতে চান। তবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পঞ্জাবে ক্রমাগত পাক সন্ত্রাস হানা হচ্ছে, শহিত হচ্ছেন জওয়ানরা। এরপর কোনওভাবেই পাকিস্তানের অনুষ্ঠানে যোগ দিতে পারছি না। তিনি আরও বলেন, এমন একটা দিন যায়নি জম্মু-কাশ্মীরে সন্ত্রাস হানা চালায়নি পাকিস্তান। তারপর পঞ্জাবেও ক্রমাহত অশান্তি পাকামোর চেষ্টা চলছে। এই প্রসঙ্গে তিনি অমৃতসরের জঙ্গিহানা-সহ একাধিক উদাহরণ তুলে ধরেন।

[আরও পড়ুন:ইমরানের ডাকে সাড়া দিলেন না সুষমা, তবে মোদী সরকারের দুই মন্ত্রী যাচ্ছেন পাকিস্তানে][আরও পড়ুন:ইমরানের ডাকে সাড়া দিলেন না সুষমা, তবে মোদী সরকারের দুই মন্ত্রী যাচ্ছেন পাকিস্তানে]

English summary
Punjab CM Captain Amarindar Singh does not go to Pakistan on calling of Imran Khan. Though his cabinet members Navjyot Singh Sidhu goes in Pakistan,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X