For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে কোনও মূল্যে সিধুর মুখ্যমন্ত্রী হওয়া আটকাবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়লেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

যে কোনও মূল্যে সিধুর মুখ্যমন্ত্রী হওয়া আটকাবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়লেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে এবার সরাসরি কংগ্রেসকেই চ্যালেঞ্জ ছুঁড়লেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বুধবার পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সংবাদমাধ্যমে বলেন যে তিনি নবজ্যোত সিং সিধুর মুখ্যমন্ত্রী হওয়ার বিরুদ্ধে লড়াই করবেন। এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দাঁড় করাবেন যাতে তার পরাজয় নিশ্চিত হয়।

সিধুকে তোপ ক্যাপ্টেনের!

সিধুকে তোপ ক্যাপ্টেনের!

এদিন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর কথা উল্লেখ সিং আরও বলেন, এরকম বিপজ্জনক লোকের হাত থেকে দেশকে বাঁচাতে তিনি যেকোনো ত্যাগ ও লড়াইয়ের জন্য প্রস্তুত। সিধু যদি এখন থেকেই সুপার মুখ্যমন্ত্রী হিসেবে আচরণ করে তাহলে দলে কোনও কাজই হবে না। এই "ড্রামা মাস্টার'এর (সিধুর নেতৃত্বে) কংগ্রেস পঞ্জাব নির্বাচনে দুই অঙ্কে পৌঁছতে পারলে সেটা অতি আশ্চর্যের বিষয় হবে, যা আদপে কখনওই হবে না৷

নিজের পদত্যাগ নিয়ে কী বললেন অমরিন্দর!

নিজের পদত্যাগ নিয়ে কী বললেন অমরিন্দর!

এরপর নিজের পদত্যাগ নিয়ে অমরিন্দর বলেন, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি চলে যেতে প্রস্তুত ছিলাম কিন্তু সেটা জয়ের পর (২০২২ এর বিধানসভা জয়) এভাবে পরাজয়ের পর কখনোই নয়। ক্যাপ্টেনের আক্ষেপ, তিন সপ্তাহ আগে তিনি যখন সোনিয়া গান্ধীকে তার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সুপ্রিমো তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যেতে বলেছিলেন।

আরও কী বললেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী?

আরও কী বললেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী?

সংবাদমাধ্যমকে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, সোনিয়াকে তিনি জানিয়েছিলেন পঞ্জাবে কংগ্রেসকে আরও একটি বড় জয়ে নেতৃত্ব দেওয়ার পর তিনি তার বুট ঝুলিয়ে(অবসর নিতে) রাখতে প্রস্তুত। তিনি নিজেই অন্য কাউকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা করেছিলেন৷ কিন্তু আদপে তা হয়নি, তাই আবার তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। যেভাবে তাঁকে পদত্যাগ করানে তাতে তিনি অপমানিত বলেও দাবি করেন ক্যাপ্টেন৷

রাহুল গান্ধীকে তোপ অমরিন্দরের!

রাহুল গান্ধীকে তোপ অমরিন্দরের!

এরপর সরাসরি রাহুল গান্ধীর উদ্দেশ্যে তোপ দেগে অমরিন্দর সিং বলেন, এই রকম একটি রাজনৈতিক অবস্থায় আমি কখনোই বিমানে বিধায়কদের গোয়া বা কোনো জায়গায় নিয়ে যেতাম না। এভাবে আমি কোনদিন কাজ করিনি। আমি কারও সঙ্গে ছল করি না, এবং গান্ধী ভাইবোনরা জানে যে আমি এভাবে রাজনীতি করি না। এরপর একটু নরম হয়ে অমরিন্দর সিং আরও বলেন, প্রিয়াঙ্কা এবং রাহুল আমার সন্তানের মতো। কংগ্রেসের সঙ্গে আমার রাজনৈতিক জীবন এভাবে শেষ হওয়া উচিত ছিল না। এরপরই রাহুলদের উদ্দেশ্যে তোপ দেগে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, গান্ধী পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে এখনও অনভিজ্ঞ এবং তাদের উপদেষ্টারা স্পষ্টভাবে তাদের পথভ্রষ্ট করছে। এরপর রাহুলকে খোঁচা দিয়ে তিনি বলেন আপনি ৪০ বছরেও তরুণ হতে পারেন৷ তবে সিং এও জানান তিনি এখনও রাজনৈতিক বিকল্পগুলি খোল রাখছেন৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Punjab ex CM Capt Amarinder Singh challenges sidhu, that he will prevent him from becoming the CM of Punjab at any cost
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X