রাজধানী বিতর্ক তুঙ্গে অন্ধ্রে, অমরাবতীর পদচ্যূতিতে মরিয়া জগন
চরমে উঠেছে অন্ধ্র প্রদেশের রাজধানী বিতর্ক। চন্দ্রবাবু নাইডুর তৈরি করা অমরাবতী রাজধানী হিসেবে পছন্দ নয় নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির। তিনটি রাজধানী চান তিনি। সেই লক্ষ্যেই আজ বিধানসভায় বিশেষ অধিবেশন বসাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রবল উত্তেজনা অন্ধ্র প্রদেশে।

তিনটি রাজধানী চান জগন
শুধু অমরাবতীতে হবে না। তিনটি রাজধানী চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল এই তিনটি জায়গাকে রাজধানী হিসেবে চাইছেন তিনি। সেই প্রস্তাব পাস করাতেই আজ অন্ধ্র বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন। এদিকে জগনের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অমরাবতী। বিরোধিতা শুরু করেছে একাধিক রাজনৈতিক দল।

গৃহবন্দি চন্দ্রবাবু নাইডু
রাজধানী বিতর্কে উত্তাল হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ । পরিস্থিতি মোকাবিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করে রাখা হয়েছে। একই তাঁর দলের একাধিক রাজনৈতিক নেতাকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। গত সাত দিন ধরে অমরাবতীর ২১টি গ্রামের বাসিন্দা এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের আঁচ যাতে অধিবেশনে না পড়ে সেকারণে বিধানসভা সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সিপিএম এবং তেলুগু দেশম পার্টি বিধানসভা চলো অভিযানের ডাক দিয়েছে।

তিনটি রাজধানী চান জগন
অমরাবতীকে কিছুতেই রাজধানীর পূর্ণ মর্যাদা দিতে রাজি নন জগন্মোহন রেড্ডি। অমরাবতীকে বিধানসভা কেন্দ্রীয় রাজধানী এবং বিশাখাপত্তনমকে মূল রাজধানী করতে চাইছেন জগন্মোহন রেড্ডি। আর কুর্নুলকে বিচারবিভাগীয় রাজধানী করতে চাইছেন তিনি। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
ফের সিএএ–বিরোধী প্রতিবাদে সরব দিল্লি, মোমবাতি, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা মহিলা–শিশুদের