For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষে পথে ভোট! নামী প্রার্থীকে নিয়ে এখনও 'বিরোধ' বিজেপিতে, প্রচারে 'ধাক্কা'

ভোট শেষে পথে। কিন্তু প্রার্থীপদ নিয়ে এখনও বিরোধ বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, চণ্ডীগড়ের বিজেপি প্রার্থী কিরণ খের-এর প্রার্থীপদ নিয়ে রাজ্য বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভোট শেষে পথে। কিন্তু প্রার্থীপদ নিয়ে এখনও বিরোধ বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, চণ্ডীগড়ের বিজেপি প্রার্থী কিরণ খের-এর প্রার্থীপদ নিয়ে রাজ্য বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ২০১৪ সালে কংগ্রেসের পবন বনশালকে হারিয়ে জয়লাভ করেছিলেন বিজেপির কিরণ খের। কিন্তু এবারের মনোনয়ন তিনি পেয়েছেন একেবারে শেষ মুহুর্তে। চণ্ডীগড়ের বিজেপি প্রধান সঞ্জয় ট্যান্ডনের মতামতকে অগ্রাহ্য করেই কিরণ খেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ঘরে-বাইরে লড়াই করতে হচ্ছে বিজেপি প্রার্থীকে

ঘরে-বাইরে লড়াই করতে হচ্ছে বিজেপি প্রার্থীকে

সূত্রের খবর অনুযায়ী. কিরণ খেরকে অপছন্দ। তাই চণ্ডীগড়ের বিজেপি প্রধান সঞ্জয় ট্যান্ডন ওই আসন থেকে অন্য প্রার্থীর সুপারিশ করেছিলেন। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বছর ৬৩-এর কিরণ খের ফের লড়াই করছেন কংগ্রেসের পবন বনশালের বিরুদ্ধে। কিন্তু এবার তাঁকে দলের বাইরে ছাড়াও লড়াই করতে হচ্ছে দলের অভ্যন্তরেও। ফলে এর প্রভাব পড়ছে তাঁর প্রচারে।

বিজেপির প্রচারে 'ধাক্কা'

বিজেপির প্রচারে 'ধাক্কা'

এসপ্তাহের শুরুতে কিরণ খেরের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তাঁর স্বামী অনুপম খের। টেলিভিশন ক্যামেরার সামনেই এক দোকানদার ২০১৪-র বিজেপির ইস্তেহার বের করে প্রশ্ন করেন, কেন সেইসব প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এমন কী বিজেপি সভাপতি অমিত শাহের সভাতেও খালি চেয়ার থাকতে দেখা দিয়েছে। তাঁর ভাষণ চলাকালীন অনেককেই আসন ছেড়ে চলে যেতে দেখা যায়। গত সপ্তাহে চণ্ডীগড়ে খুব কম শ্রোতা থাকায় অনুপম খেরকেও একটি সভা বাতিল করতে হয়।

২০১৪-র লোকসভার ফল

২০১৪-র লোকসভার ফল

২০১৮-র লোকসভা নির্বাচনে পঞ্জাবে ১৩ টি লোকসভা আসনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছিল ৪ টি আসন। শিরোমনি অকালি দল পেয়েছিল চারটি আসন আর তার সহযোগী বিজেপি পেয়েছিল দুটি আসন। কংগ্রেস পেয়েছিল তিনটি আসন। কিন্তু ২০১৭-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস অকালি-বিজেপি জোটকে পরাজিত করে পঞ্জাবের শাসন ক্ষমতায় আসে।

English summary
Candidature of Kirron Kher from Chandigarh has caused a rift within the BJP ranks in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X