For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত নির্বাচনে প্রার্থী তালিকায় গুরুত্ব বংশবাদ, ২০টি আসনে প্রার্থী প্রাক্তন বিধায়কের ছেলে

গুজরাত নির্বাচনে ২০টি আসনে প্রার্থী হয়েচেন প্রাক্তন বিধায়কের ছেলেরা

Google Oneindia Bengali News

যদিও বিজেপি বার বার কংগ্রেসকে বংশবাদী দল উল্লেখ করেছে। তবে সেই এই অভিযোগের বাইরে নয় বিজেপিও। অন্তত গুজরাত নির্বাচনের প্রার্থী তালিকা তাই বলছে। গুজরাত নির্বাচনের প্রার্থী তালিকায় দেখায় দেখা গিয়েছে গুজরাতে ১৮২টি আসনের মধ্যে ২০টি আসনে বিজেপি ও কংগ্রেস তাদের দলের প্রাক্তন বিধায়কের ছেলেকে টিকিট দিয়েছে। দেখা গিয়েছে কংগ্রেস ১৩টি আসনে প্রাক্তন বিধায়কের ছেলেকে প্রার্থী করেছে। সেখানে বিজেপির সংখ্যাটা সাত।

প্রার্থী তালিকায় প্রাক্তন বিধায়কের ছেলেদের গুরুত্ব

প্রার্থী তালিকায় প্রাক্তন বিধায়কের ছেলেদের গুরুত্ব

গুজরাতে ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় নির্বাচন হবে। গুজরাতে ভোট গণনা ৮ ডিসেম্বর হিমাচলের সঙ্গে হবে। প্রাক্তন বিধায়কদের ছেলেদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রসঙ্গে তিনি বলেন, অনেক জায়গায় কোনও বিধায়ক প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। মূলত একই কেন্দ্র থেকে বার বার নির্বাচনে জেতার পর দলের বাইরে তাদের নিজস্ব একটা ক্ষমতা তৈরি হয়। সেই কারণেই রাজনৈতিক দলগুলো ওই আসনে জয় নিশ্চিত করতে বংশবাদের শরনাপন্ন হতে বাধ্য হয়। মূলত সেখানে কোনও বিকল্প উপায় না থাকার জেরেই রাজনৈতিক দলগুলো বংশবাদের আশ্রয় নিতে বাধ্য হয়।

প্রাক্তন বিধায়কের ছেলেকে প্রার্থী বিজেপির

প্রাক্তন বিধায়কের ছেলেকে প্রার্থী বিজেপির

গুজরাতের উপজাতিদের নেতা এবং দশ বারের কংগ্রেস বিধায়ক মোহনসিংহ রাথভা কংগ্রেসের সঙ্গে তার কয়েক দশকের পুরনো সম্পর্ক ছিন্ন করে এবং গত মাসে বিজেপিতে যোগদান করে। শাসক দল তাঁকে ছোট উদেপুর আসন থেকে তার ছেলে রাজেন্দ্রসিংহ রাথভাকে অন্য একটি আসনে প্রার্থী করেন। বিজেপি সঙ্গে রাজ্যের উপজাতি সম্প্রদায়ের বিশেষ ভাব নেই। এখানে কংগ্রেস একচ্ছত্র ভোট পায়। এক্ষেত্রে মোহন সিং রাথভা উপজাতি গোষ্ঠীর মধ্যে বিজেপির শক্তি বাড়াতে পারে। সেই কারণে তাঁকে ও তাঁর ছেলেকে প্রার্থী করা হয়েছে।

প্রাক্তন বিধায়কদের ওপর ভরসা কংগ্রেসের

প্রাক্তন বিধায়কদের ওপর ভরসা কংগ্রেসের

তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসনে রাজেন্দ্রসিংহ এবং প্রাক্তন রেলমন্ত্রী নারান রাথওয়ার ছেলে কংগ্রেসের সংগ্রামসিংহ রাথওয়ার একে ওপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুজনেই প্রথমবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন। অন্যদিকে আবার আহমেদাবাদ জেলার সানন্দ আসনের বর্তমান বিধায়ক কানু প্যাটেল প্রাক্তন কংগ্রেস বিধায়ক করনসিংহ প্যাটেলের ছেলে। তিনি গুজরাতের সানন্দা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। করণ সিং প্যাটেল ২০১৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কানু প্যাটেল গুজরাতের আগের বিধানসভা নির্বাচনেও সানন্দা আসন তেকে প্রার্থী হয়েছিলেন। থাসরা থেকে বিজেপি প্রার্থী হয়েছেন যোগেন্দ্র পারমার। তিনি দুই বারের বিধায় রামসিং পারমারের ছেলে। রামসিং পারমার ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০০৭ ও ২০১২ সালে তিনি কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। আহমেদাবাদের দানিলিমদা আসন থেকে কংগ্রেসের দুই বারের বিধায়ক শৈলেশ পারমার প্রাক্তন বিধায়ক মনুভাই পারমারের ছেলে।

English summary
Son rise in 20 seats s BJP Congress filed dynasts in Gujarat assembly election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X