For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮০ ডিগ্রি ঘুরলেন জাস্টিন ট্রুডো, কৃষক আন্দোল ইস্যুতে মোদীর প্রশংসায় কানাডার প্রধানমন্ত্রী

Google Oneindia Bengali News

জাস্টিন ট্রুডোর মনোভাবে বদল। দিল্লির কৃষক আন্দোলন ইস্যুতে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ কয়েকমাস আগেই তিনি ভারতে চলা কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন৷ আর এখন এই ইস্যুতে তিনি কেন্দ্রের মোদী সরকারের পাশে দাঁড়ালেন৷ কৃষকদের সমস্যা সমাধানে যেভাবে আলোচনার পথ নিয়েছে ভারত সরকার, তারই 'প্রশংসা' করেছেন কানাডার প্রধানমন্ত্রী৷

কী প্রতিশ্রুতি দিয়েছেন জাস্টিন ট্রুডো?

কী প্রতিশ্রুতি দিয়েছেন জাস্টিন ট্রুডো?

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন৷ তিনি আরও জানান যে, কানাডায় ভারতীয় দূতাবাসের আধিকারিক ও কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাস্টিন ট্রুডো৷ কারণ, ভারতের বক্তব্য, কৃষকদের আন্দোলন এখন হাইজ্যাক করে নিয়েছেন খালিস্তানি ও বিচ্ছিন্নতাবাদীরা৷ তাই তারা ভারতকে বদনাম করতে যে কোনও কিছু করতে পারে৷

জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর

জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর

এদিকে চলতি সপ্তাহেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ কোরোনার ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷ সেই সময়ই দুই জনের মধ্যে এই বিষয়ে কোনও কথা হয়েছে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি৷

আইন প্রত্যাহারের দাবিতে ৪১টি কৃষক সংগঠন আন্দোলন শুরু করে

আইন প্রত্যাহারের দাবিতে ৪১টি কৃষক সংগঠন আন্দোলন শুরু করে

গত বছর সেপ্টেম্বরে বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রের মোদী সরকার তিনটি নতুন কৃষি আইন পাস করে৷ যা ওই বছর ২ অক্টোবর থেকে বলবৎ হয়েছে৷ এদিকে এই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৪১টি কৃষক সংগঠন আন্দোলন শুরু করে৷ সেই আন্দোলন এখনও চলছে৷ ইতিমধ্যে কৃষকদের সঙ্গে ১১টি বৈঠক করে ফেলেছে কেন্দ্র৷

এর আগে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রুডো

এর আগে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রুডো

ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রুডো৷ তিনি গত ডিসেম্বরে এই সমর্থনের বিষয়টি প্রকাশ করেছিলেন৷ তার পর নয়াদিল্লিতে কানাডার হাইকমিশনারকে ডেকে উষ্মা প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার৷ তবে এখন ট্রুডো যে আলোচনার কথা বলছেন, সেই আলোচনায় এখনও কোনও সমাধান সূত্র মেলেনি৷

<strong>নীতীশের নির্দেশে বুলডোজার চলল পিকের বাড়ির উপর, কী কারণে ভাঙা হল ভবনের একাংশ?</strong>নীতীশের নির্দেশে বুলডোজার চলল পিকের বাড়ির উপর, কী কারণে ভাঙা হল ভবনের একাংশ?

English summary
Canada Prime Minister Justin Trudeau commended India for having dialogue with farmers, said MEA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X