For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্যার নয়, রাহুল বলে ডাকতে পারবেন কি!' ছাত্রীর প্রশ্নের জবাবে কংগ্রেস সভাপতি যা বললেন

চেন্নাইয়ের স্টেলা ম্যারিস কলেজের ছাত্রীদের সঙ্গে এত বিশেষ আলাপচারিতায় এদিন অংশ নেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি, এদিন একাধিক ইস্যু নিয়ে মুখ খোলন।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ের স্টেলা ম্যারিস কলেজের ছাত্রীদের সঙ্গে এত বিশেষ আলাপচারিতায় এদিন অংশ নেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি, এদিন একাধিক ইস্যু নিয়ে মুখ খোলন। লোকসভা ভোটকে নিশানায় রেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের বিজেপি ও মোদীকে আক্রমণের রাস্তায় হাঁটেন রাহুল। তবে রাজনৈতিক তাপ উত্তাপের মাঝেই, স্টেলা ম্যারিস কলেজের ছাত্রীরা বেশ উত্তেজিত ছিলেন রাহুলকে ঘিরে।

স্যার নয়, রাহুল বলে ডাকতে পারবেন কি! ছাত্রীর প্রশ্নের জবাবে কংগ্রেস সভাপতি যা বললেন

প্রশ্ন উত্তর পর্ব যখন চলছে, তখন জনৈক আজরা নামের এক ছাত্রী প্রশ্ন করতে ওঠেন। আর সেই সময়ে আজরা রাহুলকে 'স্যার ' বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গেই রাহুল বলেন 'আপনি কি আমাকে রাহুল বলে ডাকতে পারেন, স্যার না বলে!..' মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েন আলোচনা সভায় উপস্থিত ছাত্রীরা। এরপরই আজরা, বলেন ,'যে প্রশ্নচা আপনার জন্য রয়েছে, রাহুল (জোর দিয়ে), টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কি খুব বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে?'

এর জাবাবে রাহুল বলেন, 'ভারত শিক্ষাক্ষেত্রে কম খরচের পথে হাঁটছে। আমাদের টার্গেট ৬ শতাংশ।এটা শুধু শিক্ষাখাতে খরচ নয়, শিক্ষার স্বাধীনতার দিকটাও দেখতে হবে।'রাহুলের দাবি, সমস্ত শিক্ষাক্ষেত্র এমন পড়ুয়া তৈরি করতে হবে যারা রাজনীতিবিদদের চ্যালেঞ্জ করতে পারেন। এরপরই মহিলা সংরক্ষমের প্রসঙ্গ টেনে রাহুল জানান, সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পক্ষে কংগ্রেস। পাশাপাশি রাহুলের দাবি,' আমার মনে হয় পুরুষদের অপেক্ষা মহিলারা বেশি স্মার্ট।' আর রাহুলের এমন বক্তব্যের পরি করতালিতে ফেটে পড়ে গোটা সভা।

[আরও পড়ুন: '৩০০০ মহিলার মাঝে দাঁড়িয়ে এরকম প্রশ্ন সামলোর সাহস কেন নেই মোদীর!' তোপ দেগে আর যা বললেন রাহুল ][আরও পড়ুন: '৩০০০ মহিলার মাঝে দাঁড়িয়ে এরকম প্রশ্ন সামলোর সাহস কেন নেই মোদীর!' তোপ দেগে আর যা বললেন রাহুল ]

English summary
Rahul Gandhi, in his outreach in Chennai today as part of his campaign for next month's national election, addressed hundreds of students at a college and urged them to ask him "only difficult" questions."Can you call me Rahul instead of sir," he said as a student who rose to ask him a question.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X