লোকসভা ভোটে কংগ্রেসকে সমর্থন করতে পারে বিশ্ব হিন্দু পরিষদ! মিলল স্পষ্ট ইঙ্গিত
লোকসভা নির্বাচন ঘিরে সারা দেশ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে। বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রচার। বিভিন্ন দলের তাবড় নেতারা হইচই করে প্রচারে নেমে পড়েছেন। এই নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু বোধহয় হতে চলেছে রাম মন্দির। আর তা নিয়ে যে শাসক দল বিজেপির ওপরে বেশ ক্ষুব্ধ আরএসএস বা হিন্দুবাদী বিভিন্ন দলগুলি তা প্রকাশ্যেই সকলে জানিয়েছেন।

কংগ্রেসের পাশে ভিএইচপি
রাম মন্দির ইস্যুতে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। নির্বাচনী ইস্তেহারে যদি কংগ্রেস রাম মন্দির তৈরির কথা জানায় তাহলে ভিএইচপি কংগ্রেসকে সমর্থন করবে বলেও জানিয়ে দিয়েছে তাঁরা।

কেন কংগ্রেসকে সমর্থন
ভিএইচপি-র তোপ, এই সরকারের আমলে রাম মন্দির তৈরির কোনও আশা অবশিষ্ট নেই। সেজন্যই যে কংগ্রেসকে সমর্থনের ভাবনা সামনে এসেছে তাও স্পষ্ট করা হয়েছে।

অলোকের তোপ
ভিএইচপি কার্যকরী সভাপতি অলোক কুমার বিজেপি সরকারকে তোপ দেগে বলেছেন, সন্তানের জন্মের জন্য যেমন মানুষকে নয় মাস অপেক্ষা করতে হয়, তেমনই অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য মানুষকে ২০২৫ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

কংগ্রেসের কটাক্ষ
সম্প্রতি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানিয়েছেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই একমাত্র রাম মন্দির তৈরি হতে পারে। কারণ বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করা ছাড়া কিছুই করেনি।