For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনবাগ আর নরেন্দ্র মোদী কি বদলে দিচ্ছে সমীকরণ! দিল্লির ভাগ্য কার হাতে, মিলল আভাস

শাহিনবাগ আর মোদী কি বদলে দিচ্ছে সমীকরণ! দিল্লির ভাগ্য কার হাতে, মিলল আভাস

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে কাউন্টডাউন চলছে। বিভিন্ন সংস্থা জনমত সমীক্ষায় আভাস দিয়েছে কার হাতে থাকবে রাজধানীর ক্ষমতা। তবে রাজধানী দিল্লির নিত্যকার ঘটনায় প্রতিদিনই বদল ঘটছে সমীকরণে। তেমনই এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষাও বদলে গিয়েছে অনেকটাই। তাতে কি পট পরিবর্তন ঘটবে, ফের আভাস দিল এই সমীক্ষা।

বিজেপি একটু হলেও বাড়ছে

বিজেপি একটু হলেও বাড়ছে

এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষায় বিজেপি সাকুল্যে ৮টি আসন পেতে পারে বলে জানিয়েছিল। কিন্তু শাহিনবাগের ঘটনা, জামিয়া মিলিয়ার ঘটনা এবং সর্বোপরি দিল্লির আন্দোলনের ঘটনায় বিজেপি ফায়দা তুলতে পারে। তাই বিজেপি ১০ থেকে ২৪টি আসন জিততে পারে।

ক্ষমতায় সেই আপ-ই

ক্ষমতায় সেই আপ-ই

২০১৫ সালের থেকে বিজেপি ভালো ফল করলেও ক্ষমতার ধারেকাছেও যেতে পারবে না গেরুয়া শিবির। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় আভাস আম আদমি পার্টি ৪২ থেকে ৫৬টি আসন পেতে পারে। আগে জানিয়েছিল আম আদমি পার্টি পেতে পারে ৫৯টি আসন।

কংগ্রেসের অবস্থা শোচনীয়

কংগ্রেসের অবস্থা শোচনীয়

তবে ৭০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ক্ষমতা আসতে চলেছেন কেজরিওয়াল, তা একপ্রকার নিশ্চিত। এবার কোনও ফায়দাই তুলতে পারবে না। কংগ্রেস ২০১৫ সালে শূন্য হাতে ফিরেছিল। এবার কংগ্রেসের হাতে উঠতে পারে সাকুল্যে চারটি আসন্।

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

এবার শতাংশের বিচারে

এবার শতাংশের বিচারে

শতাংশের বিচারেও আম আদমি পার্টি দিল্লির নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পাবে এমনটাই আভাস মিলেছিল। তবে প্রচার-পর্বের পর তা কমে দাঁড়াতে পারে ৪৫ শতাংশ। তেমনই বিজেপি ২৬ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে পৌঁছতে পারে। কংগ্রেসের দখলে যেতে পারে মাত্র ৫ শতাংশ ভোট।

English summary
Campaign and politics can changes vote equation in Delhi Assembly Election. According to ABP news-C Voter survey BJP increases but AAP wins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X