For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেমব্রিজ অ্যানালিটিকার খদ্দের কংগ্রেস', ফেসবুক তথ্য ফাঁস কাণ্ডে এবার বিপাকে রাহুলের দল

কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের তথ্য ফাঁস নিয়ে কয়েকদিন আগেই বড় তথ্য খোলসা করেছেন সংস্থা প্রাক্তন কর্মী ক্রিস্টোফার ওয়াইলি। মঙ্গলবার নতুন তথ্য সামনে এনেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের তথ্য ফাঁস নিয়ে কয়েকদিন আগেই বড় তথ্য খোলসা করেছেন সংস্থা প্রাক্তন কর্মী ক্রিস্টোফার ওয়াইলি। মঙ্গলবার নতুন তথ্য সামনে এনেছেন তিনি। দাবি করেছেন, কংগ্রেস কেমব্রিজ অ্যানালিটিকার খদ্দের।

ফেসবুক তথ্য ফাঁস কাণ্ডে এবার বিপাকে রাহুলের দল

ওয়াইলির বক্তব্য, আমি বিশ্বাস করি কংগ্রেস কেমব্রিজ অ্যানালিটিকার খদ্দের ছিল। নানা প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছে। জাতীয় স্তরে কিনা মনে নেই, তবে আঞ্চলিক স্তরে কেমব্রিজ অ্যানালিটিকা কংগ্রেসের হয়ে কাজ করেছে।

এখানেই না থেমে ওয়াইলি যোগ করেছেন, ভারত অনেক বড় দেশ। এক একটি রাজ্য ব্রিটেনের সমান। ভারতেও কেমব্রিজ অ্যানালিটিকার দফতর রয়েছে। সেখানে কর্মীরাও কাজ করেন।

এই ঘটনা সামনে আসার পরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে ক্ষমা চাইতে বলেছেন। তাঁর বক্তব্য, রাহুল গান্ধী ও কংগ্রেসের মুখোশ খুলে গিয়েছে। দল ও রাহুল দুজনেরই ক্ষমা চাওয়া উচিত।

যদিও কংগ্রেস সরাসরি সেই অভিযোগ অস্বীকার করেছে। কেন্দ্র সরকারের ক্ষমতা থাকলে এফআইআর করে অভিযোগ প্রমাণের দাবি করেছেন কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা। এখন দেখার এই বিতর্কের জল কতদূর গড়ায়।

English summary
Cambridge Analytica row: Whistleblower claims Congress employed firm’s services, BJP says Rahul has been exposed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X