বায়ুসেনাকে আরও শক্তিধর করতে ৮৩ টি তেজস যুদ্ধবিমান কেনার ছাড়পত্র কেন্দ্রের
লাদাখ সংঘাত একদিকে যেমন নজরে, তেমনই অন্যদিকে দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার রাস্তায় ক্রমাগত এগিয়ে যেতে শুরু করেছে। এমন এক সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৮৩ টি তেজস জেট কেনার অনুমতি দিয়েছে। আর এদিন এই খবর খোদ জানান, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই ৮৩ টি তেজস যুদ্ধবিমান কিনতে কেন্দ্রীয় সরকারের খরচ পড়বে ৪৮ হাজার কোটি টাকা। ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধবিমানের হাত ধরে আরও বেশি পোক্ত হতে চলেছে বলে দাবি করা হচ্ছে। জানা যায়, এই যুদ্ধবিমানেপ ৬০ শতাংস অংশই দেশীয় পদ্ধতিতে তৈরি। এর বহু প্রযুক্তিই ভারতের বুকে নির্মিত। ফল এই বিমান কেনার হাত ধরে আত্মনির্ভরতার পথে মোদী সরকার আরও একধাপ এগোতে চলেছে ।
প্রসঙ্গত, এই বিমানে এমন কিছু প্রযুক্তি রয়েছে, যা আগে ভারতের বুকে সেভাবে দেখা যায়নি। ফলে দেশের মাটিতে তৈরি এমন যুদ্ধবিমান বিশ্ব আঙিনায় ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে আরও এক বড় গর্বের অধ্যায় লিখতে চলেছে বলে দাবি একাংশের। প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন বায়ুসেনার মেরুদণ্ড হতে চলেছে এই তেজস যুদ্ধবিমানগুলি।
