For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানা বিলকে ক্যাবিনেটের সবুজ সংকেত

Google Oneindia Bengali News

তেলেঙ্গানা বিলকে ক্যাবিনেটের সবুজ সংকেত
হায়দ্রাবাদ, ৮ ফেব্রুয়ারি : অন্ধ্র ভাগ করে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের বিলকে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও সীমান্ধ্রের কেন্দ্রীয় নেতারা এইবিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, তথ্যপ্রযুক্তি নগরি হায়দরাবাদ এরপর থেকে আর কেন্দ্র শাসিত অঞ্চল থাকবে না। আগামী ১০ বছর দুটি পৃথক রাজ্যেরই রাজধানী থাকবে নিজামের শহর। বিল পাস করাতে বদ্ধপরিকর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। যদিও বিলে কিছু বদল আনা হয়েছে। য়ার মধ্যে বেশ কিছু প্রস্তাব বিজেপির দেওয়া। রাজ্যসভা ও লোকসভায় এই বিল পাস করানোর জন্য কংগ্রেসের যে বিজেপির সমর্থন দরকার তা বলাই বাহুল্য।

কিরণকুমার রেড্ডির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের

সংসদে তেলেঙ্গানা বিল পেশে স্থগিতাদেশ নয়। গতকাল এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানা বিল পেশ হওয়া আটকাতে শীর্ষ আদালতে বেশকয়েকটি আবেদন জমা পড়েছিল। সেইসব আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রকে কোনও নির্দেশই দেবে না আদালত।

আগামী সপ্তাহে রাজ্যসভায় আনা হবে এই বিল। অন্ধ্রের মন্ত্রীরা হায়দ্রাবদকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রাখার পক্ষে সওয়াল করেছিলেন। কংগ্রেসের বিরুদ্ধে আন্দেলনে বসেছিলেন রেড্ডি। লোকসভায়এই বিল আনা হলে তিনি ইস্তফা দেবেন বলে হুমকি দিয়েছেন ইতিমধ্যে। তাই ক্যাবিনেটে এই বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গেই সবার চোখ এখন রয়েছে মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডির দিকে।

তবে রেড্ডির আন্দেলন সত্তেও বিলকে ক্যাবিনেটে পাশ করে অন্ধ্রর মুখ্যমন্ত্রীকে কড়া বার্তাই কংগ্রেস দিতে চাইছে বলে অনুমান রাজৈনিতক পর্যবেক্ষকদের। রেড্ডি পদত্যাগ করলে নয় অন্য কোনও পরবর্তী মন্ত্রী খোঁজা হবে নয়তো রাশ্ট্রপতি শাসন চালু করা হবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Cabinet Approves Telangana Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X