For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধুঁকতে থাকা ঋণগ্রস্ত MSME সংস্থাগুলির জন্য ২০ হাজার কোটি টাকার অনুদান কেন্দ্রের

Google Oneindia Bengali News

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ ধুঁকতে থাকা অনাদায়ী ঋণগ্রস্ত এমএসএমইগুলির জন্য ২০ হাজার কোটি টাকার অনুদান অনুমোদন করল। এতে লোকসানের মুখ দেখা ২ লক্ষ এমএসএমই উপকৃত হবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। প্রসঙ্গত, লকডাউন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া ও অর্থনীতিকে চাঙ্গা করতে পূর্ণ মন্ত্রীসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

আজকের অনুমোদিত স্কিম কী?

আজকের অনুমোদিত স্কিম কী?

আজকের অনুমোদিত এই স্কিমের মাধ্যমে কোনও ধুঁকতে থাকা এমএসএমই-কে ১৫ শতাংশ বা ৭৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করতে পারবে কোনও বিনিয়োগকারী। পরিবর্তে সেই এমএসএমই-র ভাগিদার হয়ে যাবে সেই বিনিয়োগকারী বা প্রোমোটার।

করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে প্যাকেজ

করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে প্যাকেজ

এর আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী । তারপরই সাংবাদিক বৈঠকে আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য ৩ লাখ কোটি টাকা

ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য ৩ লাখ কোটি টাকা

এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য ৩ লাখ কোটির ঋণ সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্ত প্রকৃত অর্থে এমএসএমই ক্ষেত্রের সংজ্ঞা বদলে দিতে পারে। তবে এই ঘোষণাগুলির যথাযথ বাস্তবায়ন জরুরি।

একাধিক সমস্যায় ভুগছে দেশের ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলি

একাধিক সমস্যায় ভুগছে দেশের ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলি

দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যায় ভুগছে দেশের ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলি। বিনিয়োগ থেকে শুরু করে লভ্য়াংশ- সব ক্ষেত্রেই একাধিক প্রতিবন্ধকতা ছিল। বর্তমান পরিস্থিতিতে এই ছোটো শিল্পগুলির অবস্থা আরও খারাপ। কিন্তু এই পরিস্থিতিতেও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরিতে দৃষ্টান্তমূলক কাজ করেছে এই ক্ষুদ্র, ছোটো, মাঝারি উদ্যোগপতিরা।

এমএসএমই-র সংজ্ঞা বদল

এমএসএমই-র সংজ্ঞা বদল

এবিষয়ে অর্থমন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু ছোটো ও মাঝারি উদ্যোগপতি আশঙ্কায় রয়েছেন। ভাবছেন, যদি তাঁদের ব্যবসা বেড়ে যায়, তাহলে ছোটো ও ছোটো ও মাঝারি শিল্পের জন্য প্রদত্ত সুবিধা পাবেন না। তাই এমএএমই-র সংজ্ঞা বদলে ফেলা হচ্ছে।

<strong>ভারত-চিন সংঘাতে সিকিমে শহিদ ১৫৮ সেনা! ভাইরাল খবরের পিছনে আসল সত্যি কী?</strong>ভারত-চিন সংঘাতে সিকিমে শহিদ ১৫৮ সেনা! ভাইরাল খবরের পিছনে আসল সত্যি কী?

English summary
Cabinet approves Rs 20,000 crore subordinate debt for stressed MSMEs. This will benefit 2 lakh stressed MSMEs said Javadekar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X