For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোর পালালে বুদ্ধি বাড়ে! অবশেষে এল ঋণ-খেলাপিদের বিরুদ্ধে বিল

ঋণ খেলাপি-দের বিরুদ্ধে নয়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে ঋণ-খেলাপিদের যে কোনও ধরনের সম্পত্তি বাজেয়ারপ্ত করা শুধু নয় তা বিক্রি করার অধিকার থাকবে সরকারি সংস্থার।

Google Oneindia Bengali News

অতীতে বিজয় মালিয়া পালিয়েছেন। এবার তো সিঁধ কেটে ভাগলবা নীরব মোদী, মেহুল চোখসিরা। এঁই কুশীলবদের ঋণ খেলাপের অঙ্কটা মেলালে কম করেও তা ২৪ হাজার কোটি টাকা টপকে যাবে। সরকার নয় সাধারণ মানুষের অর্থই গিলে খেয়ে নিয়েছেন এই তথাকথিত শিল্পপতিরা। কিন্তু, তাঁদের ধরার কোনও উপায় নেই।

চোর পালালে বুদ্ধি বাড়ে! অবশেষে এল ঋণ-খেলাপিদের বিরুদ্ধে বিল

তাই এবার ঋণ খেলাপি-দের বিরুদ্ধে নয়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে ঋণ-খেলাপিদের যে কোনও ধরনের সম্পত্তি বাজেয়ারপ্ত করা শুধু নয় তা বিক্রি করার অধিকার থাকবে সরকারি সংস্থার। এর জন্য আদালতের দীর্ঘ শুনানি বা নির্দেশের অপেক্ষা করতে হবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল ২০১৮-তে সরকার ঋণ খেলাপি-র বিদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে। তবে, যে দেশে এই সম্পত্তি আছে সেই দেশের সরকারের সঙ্গে ভারত সরকারের কীরকম চুক্তি আছে তার উপরে সমস্ত বিষয়টি নির্ভর করছে। এই ঋণ খেলাপিদের জন্য ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি বা এনএফআরএ-ও তৈরি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থটমন্ত্রী অরুণ জেটলি।

এনএফআরএ স্বাধীন সংস্থা হিসাবে কাজ করবে বলেও জানিয়েছেন জেটলি। এরা যে কোনও সংস্থায় যে কোনও সময়ে অডিট করানোর ক্ষমতার অধিকারি থাকবে। এর জন্য ২০১৩, কোম্পানি অ্যাক্টেও গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে।

ঋণ খেলাপ করে বিজয় মালিয়া এখন বহাল তবিয়েতে লন্ডনে তাঁর আলিসান প্যালেসে বসে আছেন। ভারত সরকারে ব্রিটেনের কাছে মালিয়াকে প্রত্যপর্ণের আবেদনও জানিয়েছে। কিন্তু, মালিয়া এখন ব্রিটেনের নাগরিক। তাই সেখানকার আদালতে আপাতত বিচার হচ্ছে মালিয়া। ব্রিটেনের আদালতে দোষী প্রমাণিত হলে তবেই মালিয়াকে ভারতে নিয়ে আসার একটা ক্ষীণ আশা তৈরি হতে পারে। কিন্তু, এই ধরনের মামালার মিমাংসা ব্রিটেনে হতে কম করেও ১০ বছরে লেগে যায়। অন্যদিকে, নীরব মোদীর স্ত্রী ভারতীয় হলেও তাঁর কাছে মার্কিন নাগরিকত্ব আছে। সুতরাং নীরবের স্বামী হিসাবে মার্কিন নাগরিক। এবার নীরবের স্ত্রী যদি মার্কিন সরকারের কাছে অভিযোগ করে বসেন তাঁর স্বামী ভারত সরকার ফাঁসানোর চেষ্টা করছেন তাহলে সেখানকার ফেডারেল কোর্ট এতে হস্তক্ষেপ করবে। এরপর আইনি লড়াই লড়ে নীরবকে ফেরত পেতে পারব ভারত। এদিকে, পিএনবি আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোখসিরও কোনও খোঁজ নেই। দেখা যাবে হয়তো তিনিও এমন কোনও দেশে ডেরা বেঁধেছেন যার সঙ্গে ভারতের কোনও প্রর্তর্পণ চুক্তি নেই।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা থেকে শুরু করে ১৩২ সেকশনে থাকা সংস্থা, তালিকাভুক্ত সংস্থা এবং অতালিকাভুক্ত বৃহৎ সংস্থাগুলি এই ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটির আওতায় আসবে। এই বিলে দোষীরা এই দেশে কোনও সিভিল স্যুটও দাখিল করতে পারবেন না। তবে, ১০০ কোটি টাকার নিচে ঋণ-খেলাপের ঘটনায় এই বিল লাগু হবে না এবং এনএফআরএও নাক গলাতে পারবে না।

English summary
Fugitive Economic Offenders Bill 2018 has been brought to confiscation of assets of a fugitive, including Benami assets. There will also be the provision to confiscate those assets outside India but co-operation of that country will be needed: FM Arun Jaitely.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X