For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মত্ত অবস্থায় ক্যাবে চড়লে হবে শাস্তি, জারি হল সরকারের নয়া ফরমান

নতুন মোটর ভিকেল আইন অনুযায়ী মদ্যপ যাত্রীকে গাড়িতে তুললে শাস্তি হবে ক্যাব চালকেরও। কিছু জটিলতার কারণে এখনও কার্যকর করা যায়নি এই আইন ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

এতদিন পর্যন্ত আইন অনুযায়ী কোনও ট্যাক্সি বা ক্যাব চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তাঁর শাস্তি বা জরিমানা হত। কিন্তু এবার থেকে কোনও মদ্যপ যাত্রীকে গাড়িতে তুললেও শাস্তির মুখে পড়তে হবে গাড়িচালককে। নয়া আইনের অবশ্য় বিরোধিতা করেছেন ক্যাব ও ট্যাক্সিচালকদের একাংশ।

মত্ত অবস্থায় ক্যাবে চড়লে হবে শাস্তি, জারি হল জারি হল সরকারের নয়া ফরমান

সম্প্রতি মোটর ভিকেল ড্রাইভিং রেগুলেশন ২০১৭-র ৫ নং ধারায় এই নিয়ম তৈরি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতী সড়ক মন্ত্রক। নয়া নিয়মে ক্যাব চালককে প্রথমেই নিশ্চিত হতে হবে যে তাঁর গাড়ির যাত্রী মদ্যপ নয়। তা সত্ত্বেও যদি ওই যাত্রীকে গাড়িতে তোলা হয় তাহলে যাত্রী ও গাড়িচালক দুজনকেই শাস্তির মুখে পড়তে হবে।

তবে নতুন এই আইন নিয়ে ক্যাব চালকদের একাংশ খুব একটা খুশি নয়। তাঁদের দাবি, অনেক সময়েই রাতের দিকে অনেক যাত্রী পাওয়া যায়। অনেকেই পানশালা থেকে বেরিয়ে ক্যাবে ওঠেন। কিন্তু এই নিয়ম কার্যকর হলে তাঁদের ফাঁকা গাড়ি নিয়ে ঘুরতে হবে, তাঁরা যাত্রী পাবেন না বলেই দাবি।

[আরও পড়ুন: শাহরুখ খানের গাড়ি বিক্রি, এই বিজ্ঞাপন কি আপনার কাছেও এসেছে][আরও পড়ুন: শাহরুখ খানের গাড়ি বিক্রি, এই বিজ্ঞাপন কি আপনার কাছেও এসেছে]

তবে নতুন এই আইন নিয়ে ধোঁয়াশাও রয়েছে। যার ফলেই গত ২৩শে জুন নির্দেশিকা জারি হলেও আজ পর্যন্ত এই নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি। তার কারণ মোটর ভিকেল আইনেরই ৫ নং ধারায় লেখা রয়েছে, যাত্রী মদ্যপ কিনা তা নিশ্চিত করতে হবে ক্যাব চালককেই। কিন্তু সেই যাত্রী কতটা পরিমাণে মদ খেয়েছেন তা যেমন যাত্রীকে জিজ্ঞাসা করা সম্ভব নয় তেমনই তিনি কতটা নেশার ঘোরে রয়েছেন তার বিচারও ক্যাব চালক করতে পারেন না। মোটর ভিকেল আইনেরই আরেকটি ধারায় রয়েছে, যাত্রী যদি মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে তাঁকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যাবচালকের। ফলে এই ধোঁয়াশার কারণেই এখনও আইন কার্যকর করা সম্ভব হয়নি বলে সূত্রের খবর।

English summary
According to new motor vehicles act, cab drivers carrying drunk passengers will be booked, complications bars the act to be implemented.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X