For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সিএএ-বিরোধী আগুনে জ্বলছে উত্তর-পূর্ব! সংঘর্ষ ঠেকাতে বন্ধ মোবাইল পরিষেবা

Google Oneindia Bengali News

সিএএ নিয়ে দেশে প্রথম আগুন জ্বলেছিল উত্তর-পূর্বে। তবে ধীরে ধীরে সেই আগুনের তেজ কমতে থাকে সময়ের সঙ্গে। যদিও উত্তর-পূর্বের সেই সিএএ বিরোধিতার আগুন ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। সেই রেশ ধরেই গত কয়েকদিন ধরে জ্বলেছে দিল্লি। এবার ফের সিএএ-র সেই আগুন জ্বলে উঠল উত্তর-পূর্বে। সেই আগুনের জেরে নতুন করে মেঘালয়ে হিংসার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান একজন।

শুক্রবার উত্তাল হয়ে ওঠে মেঘলয়

শুক্রবার উত্তাল হয়ে ওঠে মেঘলয়

শুক্রবার থেকেই সিএএ-র প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মেঘলয়। এর জেরে হিংসার ঘটনাও ঘটে। তাতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শিলংয়ে জারি করা হয়েছে কার্ফু। ৬ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অন-আদিবাসীদের মধ্যে সংঘর্ষ

খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অন-আদিবাসীদের মধ্যে সংঘর্ষ

জানা গিয়েছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অন-আদিবাসীদের মধ্যে সংঘর্ষে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে রাজধানী শিলং সহ মেঘালয়ের একাধিক জায়গা। পূর্ব খাসি হিলসে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুই সংগঠনের মধ্যে সিএএ এবং ইনার লাইন পারমিট নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সমস্যা সমাধানে বৈঠক বসেছিল ইচামতী এলাকায়। সেখানেই সংঘর্ষ বাঁধে দুই দলের মধ্যে। সেখানেই মৃত্যু হয় একজনের।

কার্ফু জারি করা হয়েছে শিলং সহ মেঘালয়ের ৬ জেলায়

কার্ফু জারি করা হয়েছে শিলং সহ মেঘালয়ের ৬ জেলায়

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত ১০টা থেকে কার্ফু জারি করা হয়েছে শিলং সহ মেঘালয়ের ৬ জেলায়। পাশাপাশি মেঘালয়ের ৬ জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব জয়ন্তিয়া হিল, পশ্চিম জয়ন্তিয়া হিলস, রি ভোই, পশ্চিম খাসি হিলস, দক্ষিণ-পশ্চিম খাসি হিলস। ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা।

সিএএ বিরোধী বিক্ষোভ চরম আকার নিয়েছে দিল্লিতেও

সিএএ বিরোধী বিক্ষোভ চরম আকার নিয়েছে দিল্লিতেও

এদিকে গত কয়েকদিনে সিএএ বিরোধী বিক্ষোভ চরম আকার নিয়েছে রাজধানী দিল্লিতেও। হিংসাত্মক সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত সেখানে ৪২ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। দিল্লির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এই নিয়ে রাজনৈতিক চাপানউতর জারি রয়েছে দেশ জুড়ে।

English summary
caa violence errupts in meghalaya as curfew imposed and mobile network snapped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X