For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ নিয়ে অশান্তির জের, বিদেশি পর্যটকদের ভারতে আসার ওপর সতর্কতা জারি করা হল

সিএএ নিয়ে অশান্তির জের, বিদেশি পর্যটকদের ভারতে আসার ওপর সতর্কতা জারি করা হল

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের অশান্তকর পরিস্থিতির আঁচ পড়েছে গোটা বিশ্বে। কারণ অনেক বিদেশি পর্যটকই এই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার রাশিয়া সরকার দেশের নাগরিক, যাঁরা এই মুহূর্তে ভারতে রয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পরামর্শ দিয়ে সতর্ক করেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভিড় এড়িয়ে চলতে এবং বিক্ষোভকারীদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল পরিদর্শন থেকে বিরত থাকতে।

সিএএ নিয়ে অশান্তির জের, বিদেশি পর্যটকদের ভারতে আসার ওপর সতর্কতা জারি করা হল


গত সপ্তাহেই আমেরিকা ব্রিটেন, ইজরায়েল, কানাডা এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশ তাদের দেশের নাগরিকদের উত্তর–পূর্ব দেশ ভারতে ভ্রমণ করার আগে সতর্ক করেছিল। কারণ ভারত এখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল হয়ে রয়েছে। বৃহস্পতিবারই রাশিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে টুইটারে বলা হয় যে, '‌রাশিয়ার নাগরিক যাঁরা এই মুহূর্তে ভারতে বা ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের উদ্দেশ্যে পরামর্শ যে সজাগ এবং সতর্ক থাকবেন, ভিড় এড়িয়ে চলবেন এবং বিক্ষোভকারীরা বিক্ষোভ জানাচ্ছে এমন জায়গা থেকে দূরে থাকবেন।’‌ অন্যদিকে, দিল্লির মার্কিন দূতাবাস থেকে ১৪ ডিসেম্বর তাদের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়ে যে ভারতে সফররত আমেরিকানরা যেন সতর্ক থাকেন, বিক্ষোভ চলছে বা অশান্তিকর জায়গা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখুন এবং অন্য মার্কিনী নাগরিকদের সঙ্গে একজোট হয়ে থাকুন।

গত সপ্তাহে ব্রিটেন সরকারের পক্ষ থেকেও একই সফরনামা সংক্রান্ত উপদেশ দেওয়া হয়। ভারতে বিশেষ করে উত্তর–পূর্ব রাজ্যে না যাওয়ার পরামর্শ দেয় সরকার। সিঙ্গাপুরের পক্ষ থেকেও তাদের নাগরিকদের একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। কানাডা তার দেশের নাগরিকদের ১৩ ডিসেম্বর জানিয়েছে যে প্রয়োজন না থাকলে ভারতের উত্তর–পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ডে যেতে নিষেধ করেছে। ইজরায়েলের পক্ষ থেকে তাদের নাগরিকদের অসমে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, কারণ সিএএ নিয়ে ফুঁসছে এই রাজ্য।

English summary
The UK government last week also updated its travel advisory for India to warn its citizens against visiting the states in the Northeast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X