
CAA এর প্রতিবাদে দিল্লির পর রণক্ষেত্র লখনউয়ের নদওয়া কলেজ, চলল পাথর ছোঁড়া
রবিবার রাতের বিক্ষোভের স্ফূলিঙ্গ এদিন সোমবার সকালে এসে পড়ল উত্তর প্রদেশের নাদওয়া কলেজে । যোগী রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ের এই কলেজ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এদিন বেলায়। গোটা ঘটনা ঘিরে ফের উত্তেজনার আগুন ছড়াতে থাকে।
|
নাদওয়া কলেজ কী ঘটেছে
এদিন সকালে নাদওয়া কলেজেও সিএএ-র প্রতিবাদে সামিল হন পড়ুয়ারা। আর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ধুন্ধুমার পরিস্থিতি উঠে আসে মুহূর্তে। পুলিশ -পড়ুয়া খণ্ড যুদ্ধ দেখা যায় এদিন ফের একবার।

৩০ সেকেন্ডের পাথর বৃষ্টি
লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে , পরিস্থিতি আপাতত স্বাভাবিকের পথে। পড়ুয়ারা পরিস্থিতি আরও উত্তপ্ত করে দেন পাথর নিক্ষেপ করে। তবে ৩০ সেকেন্ড এমন চলার পরই পুলিশ গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিন কলেজের প্রায় ১৫০ জন পড়ুয়া প্রতিবাদে সামিল হন।

একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষোভ
দিল্লিতে রবিবার থেকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় সিএএ-র প্রতিবাদ। রবিবার রাত থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়, যখন জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারা মিছিল করে সংসদের দিকে অগ্রসর হন। এরপর সেইবিক্ষোবের আঁচ গড়ায় জওহরলাল বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও আজ সকালে তার আঁচ যায় লখনউয়ের নাদওয়া কলেজে।
CAA বিক্ষোভে যোগ দিলেন মহেশ ভাট, মুম্বইয়ে চড়ছে পারদ