For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহীনবাগের সিএএ বিরোধীদের পক্ষ থেকে 'চায় পে চর্চা'-র আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীকে

Google Oneindia Bengali News

শনিবার শাহীনবাগের বেশ কয়েকজন সিএএ বিরোধী অবস্থানকারী চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চিঠিতে তাঁরা প্রধানমন্ত্রীকে শাহীনবাগে এসে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন। পাশাপাশি সিএএ ও এনআরসি নিয়ে তাঁদের উদ্বেগের বিষয় নিয়েও প্রধানমন্ত্রীকে আলোচনা করার আহ্বান জানালেন তাঁরা।

এক মাসেরও বেশি সময় ধরে চলছে শাহীনবাগে অবস্থান

এক মাসেরও বেশি সময় ধরে চলছে শাহীনবাগে অবস্থান

এক মাসেরও বেশি সময় ধরে চলছে শাহীনবাগে এই সিএএ বিরোধী অবস্থান। শাহীনবাগের অবস্থানকারীদের মঞ্চের দিকে যেতেই চোখে পড়ে ৪০ ফিট লম্বা ভারতের একটি মানচিত্র। তার উপরে একটি স্লোগান লেখা, 'আমরা ভারতবাসীরা সিএএ, এনআরসি ও এনপিআর মানি না!' শুধু তাই নয়, প্রতিদিন বহু হকারদের সেখানে ভারতীয় পতাকা বিক্রি করতে দেখা যায়। এই হকারদেরই একজন, ৪৯ বছরের মবারক জানান যে তিনি এখনও পর্যন্ত বড়, ছোট মিলিয়ে অন্তত পক্ষে ৯০টি জাতীয় পতাকা বিক্রি করেছেন।

'প্রধানমন্ত্রী একটু কষ্ট করে হলেও আলোচনা করুক'

'প্রধানমন্ত্রী একটু কষ্ট করে হলেও আলোচনা করুক'

এহেন শাহীনবাগে অবস্থানকারী ৮০ বছর বয়সের বিলকিস বলেন, 'আমি চাই যে প্রধানমন্ত্রী একটু কষ্ট করে হলেও আমাদের এখানে এসে আমাদের উদ্বেগগুলির বিষয়ে আলোচনা করুক। এখনও পর্যন্ত তিনি এখানে এসে আমাদের সাথে কোনও রকমের আলোচনা কী করে করলেন না?'

চা খাওয়ার আমন্ত্রণ অনেকের তরফেই

চা খাওয়ার আমন্ত্রণ অনেকের তরফেই

অন্য এক অবস্থানকারী, ৭৫ বছরের সারওয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার ও এনআরসি লাগু না করার আবেদন জানিয়েছেন। এমনই আরও একটি চিঠি লিখেছেন ৯০ বছর বয়সী আসমা খাতুন। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে শাহীনবাগে এসে চা খাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। আসমা জানান, চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান যাতে প্রধানমন্ত্রী এসে অবস্থানকারীদের উদ্বেগের বিষয়ে আলোচনা করেন।

অবস্থান তুলে নেওয়ার আবেদন

অবস্থান তুলে নেওয়ার আবেদন

এদিকে শনিবার দিল্লি পুলিশের তরফে অবস্থানকারীদের কালিন্দিকুঞ্জ-শাহীনবাগ রোডটি ছেড়ে দেওয়ার জন্যে আবেদন জানানো হয়। পুলিশ তাঁদের জানায় যে এই অবস্থানের ও অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, প্রবীণ নাগরিক, রোগী এবং দিল্লি ও এনসিআরের স্কুলগামী শিশুরা অসুবিধায় পড়ছেন। পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে বলে, 'আমরা আবারও প্রতিবাদকারীদের বৃহত্তর জনস্বার্থে সহযোগিতা ও রাস্তাটি খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।' যদিও অবস্থানকারীরা এই আবেদন ফের নাকচ করে দেন।

English summary
caa protesters of shaheen bagh ivites pm modi over tea and to listen to them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X