For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কট্টরপন্থার বীজ রোপন করা হয়েছে শারজিলের মধ্যে! কোন 'দেশ' গঠনের তত্ত্ব ফাঁস হল পুলিশি জেরায়

  • |
Google Oneindia Bengali News

'আমরা যদি একসঙ্গে যুক্ত হই, ....তাহলে ভারত থেকে উত্তর পূর্বভারতকে বিচ্ছিন্ন করতে পারব ।' এক ভাইরাল ভিডিওতে রাজধানীর শাহিনবাগের মঞ্চে দাঁড়িয়ে এমন বক্তব্যই বলতে শোনা যায় জেএনইউয়ের প্রাক্তন পড়ুয়া শারজিল ইমামকে। ওঠে দেশদ্রোহিতার অভিযোগ। দীর্ঘ সময়ের খোঁজের পর এবার তাকে গ্রেফতার করেই একের পর এক জেরার মুখে ফেলে দিয়েছে দিল্লি পুলিশ। আর তার থেকেই উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

দিল্লি পুলিশ কী বলছে?

দিল্লি পুলিশ কী বলছে?

দিল্লি পুলিশের একটি সূত্রের দাবি, জেরার মুখে পড়ে শারজিল জানিয়েছে ভারতকে 'ইসলামিক স্টেট' এ পরিণত করার স্বপ্ন দেখেছে সে। আইআইটি মুম্বইয়ের প্রাক্তন ছাত্র তথা জেএনইউয়ের গবেষক শারজিলের এমন বক্তব্য উঠতেই চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে।

 পুলিশ অফিসারদের কোন যুক্তি দিয়েছে শারজিল?

পুলিশ অফিসারদের কোন যুক্তি দিয়েছে শারজিল?

সূত্র বলছে, পুলিশি জেরার মুখে শারজিল জানিয়েছে, গোটা দেশের মুসলিমদের পরিস্থিতি খারাপ। আর সেই কারণেই সে মুসলিমদের পক্ষে সরব হয়। তবে প্রশ্ন উঠছে, শারজিলের বিচ্ছিন্নতাবাদী বক্তব্য তাহলে সেদিন কী পরিপ্রেক্ষিতে উঠেছিল? তার সঙ্গে মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার যোগ সূত্রটাই বা কী?

 ইমামের দাবি

ইমামের দাবি

শারজিল ইমামের দাবি, শাহিনবাগে বক্তব্য রাখতে রাখতে মুহূর্তের উত্তেজনায় সে দেশের বিচ্ছিন্নতাবাদ মূলক বক্তব্য রাখে। প্রসঙ্গত, শারজিল এর আগেও বহুবার এমন বিদ্বেষমূলক বক্তব্যের জন্য গ্রেফতার হয়েছে। আর তার আলিগড় ক্যাম্পাসের একটি ঘটনাতেই ঘটেছিল।

উগ্রপন্থার বীজ ও শারজিল

উগ্রপন্থার বীজ ও শারজিল


পুলিশ বলছে, শারজিলের মধ্যে উগ্রপন্থার বীজ ভরা রয়েছে। প্রবলভাবে সে উগ্রবাদী ভাবনাচিন্তায় উদ্বুদ্ধ। আর তার থেকেই শারজিল ভারতকে 'ইসলামিক স্টেট' এ পরিণত করার দাবি করেছে। পুলিশ শারজিলের গ্রেফতারির সঙ্গে পিএফআই যোগের তদন্তও করে চলেছে।

English summary
CAA protester Sharjeel Imam's interrogation says he is radicalised .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X