For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে দশদিন পর স্বাভাবিক হল ইন্টারনেট পরিষেবা

অসমে দশম দিনে এসে চালু হল ইন্টারনেট। শুক্রবার সকাল থেকে ইন্টারনেট পরিষেবা অসমে স্বাভাবিক হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অসমে দশম দিনে এসে চালু হল ইন্টারনেট। শুক্রবার সকাল থেকে ইন্টারনেট পরিষেবা অসমে স্বাভাবিক হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। অসমে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দশটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার তা তুলে নেওয়া হয়েছে।

মামলা আদালতে

মামলা আদালতে

গুয়াহাটি হাইকোর্টে এর আগে চারটি জনস্বার্থ মামলা হয়েছে। তাতে ইন্টারনেট শাটডাউন তুলে দেওয়ার দাবি করা হয়েছে। দুইদিন ধরে মামলা শোনার পরে বৃহস্পতিবার আদালত রাজ্য সরকারকে ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্টের নির্দেশ

তবে ইন্টারনেটে বিদ্বেষমূলক বার্তা বা ভিডিওকে কড়া হাতে সরকার দমন করুক, সেই পরামর্শও রাজ্য সরকারকে গুয়াহাটি হাইকোর্ট দিয়েছে। কারণ আদালত কোনওভাবেই চায় না রাজ্যে হিংসার পরিস্থিতি বজায় থাকুক।

চালু পরিষেবা

চালু পরিষেবা

বৃহস্পতিবার বিকেলে ইন্টারনেট পরিষেবা চালু করার কথা আদালত বললেও শুক্রবার থেকে তা চালু করা হয়েছে। বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স জিও তাদের পরিষেবা চালু করেছে বলে খবর।

হিংসা কাটিয়ে ছন্দে ফিরছে অসম

হিংসা কাটিয়ে ছন্দে ফিরছে অসম

অসমে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে। মাঝে কয়েকদিন বাস, ট্রেন, সরকারি অফিস, দোকানপাট সমস্ত বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই অনেকে আশা করছেন।

CAA:বাংলায় শুক্রবার যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর প্রশাসন, কোন নির্দেশ নবান্নের!CAA:বাংলায় শুক্রবার যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর প্রশাসন, কোন নির্দেশ নবান্নের!

ভারতীয় হলে প্রমাণ চাইবে না কেন্দ্র, এনআরসি–সিএএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রেরভারতীয় হলে প্রমাণ চাইবে না কেন্দ্র, এনআরসি–সিএএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

English summary
CAA protest : Internet services restored in Assam after ten days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X