For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ২.০-র বর্ষপূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট কার্ড থেকে বাদ সিএএ! হার স্বীকার অমিত শাহর?

Google Oneindia Bengali News

মোদী সরকাররে প্রথম ইনিংসে জোর দেওয়া হয়েছিল স্বচ্ছ ভারত, জন ধন যোজনা, উজ্জ্বলা যোজনার মত জনমুখী প্রকল্পের ওপর। তিন তালাক বিল আনা হলেও লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় বিলটি তখন পাশ হয়নি। এরপর দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ঝড়ো ব্যাটিংয়ের স্টাইলে একের পর এক বিল পাশ।

অমিত শাহর সাফল্য

অমিত শাহর সাফল্য

তিন তালাক বিরোধী বিল, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। এসবই মোদী সরকারের হয়ে বাস্তবায়িত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মোদী ২.০-র বর্ষপূর্তি উপলক্ষে সেই সাল্যের খতিয়ান তুলে ধরা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তাতে এই বিল পাশ ছাড়াও ছিল করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার উল্লেখ। এছাড়া মাহা, বায়ু, বুলবুল, আম্ফানের মতো ঘূর্ণিঝড় সামাল দেওয়ার কথা উল্লেখিত রয়েছে এতে।

নাগরিকত্ব সংশোধনী আইন বাদ দেওয়া হয় রিপোর্ট থেকে

নাগরিকত্ব সংশোধনী আইন বাদ দেওয়া হয় রিপোর্ট থেকে

তবে এতকিছুর মধ্যে রিপোর্ট কার্ডে সাফল্যের খতিয়ান থেকে বাদ পরে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশের কথাটি। ডিসেম্বরে এই আইনটি পাশ হওয়ার পর থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে সরব হতে দেখা যায় মানুষকে। বিশেষত দিল্লি, অসম, উত্তরপ্রদেশ উত্তাল হয়ে ওঠে এই সময়। রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে এই আইনটিকে নিয়ে।

কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি অমিত শাহ

কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি অমিত শাহ

এদিকে সিএএ-র বিতর্ক উস্কে দিতে না চাইলেও, মোদীর দ্বিতীয় দফার সরকারের বর্ষপূর্তি উপলক্ষে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন টুইটারে অমিত শাহ লেখেন, '২.০-র প্রথম বছর সফলভাবে পূরণ করায় দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার্দিক অভিনন্দন। এই বছরটা ঐতিহাসিক সাফল্যে পূর্ণ।'

কী বললেন অমিত শাহ?

কী বললেন অমিত শাহ?

এরপর কংগ্রেসকে খোঁচা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, 'নরেন্দ্র মোদীর সরকার ৬ বছরে অনেক ঐতিহাসিক ভুল সংশোধন করেছে। এই সরকার আত্মনির্ভরশীল ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যা দেশের উন্নয়নের রাস্তা আরও সুপ্রশস্ত করেছে।'

<strong>ইতালি, স্পেনকে ছাপিয়ে গিয়েছে ভারত! দেশে করোনা সংক্রমণের হার খুবই উদ্বেগজনক, কী বলছে পরিসংখ্যান?</strong>ইতালি, স্পেনকে ছাপিয়ে গিয়েছে ভারত! দেশে করোনা সংক্রমণের হার খুবই উদ্বেগজনক, কী বলছে পরিসংখ্যান?

English summary
caa left out of report card of home ministry on the ocassion of modi 2.0 anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X