For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয়দের মধ্যে ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের মেজাজ ফিরে এসেছে, বলছে সমীক্ষা

ভারতীয়দের মধ্যে ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের মেজাজ ফিরে এসেছে, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

সোমবার লাদাখে সেনা সংঘর্ষের হাত ধরেই ক্রমেই বাড়ছে চিন ভারত উত্তেজনার পারদ। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় চলছে চিন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ। ইতিমধ্যেই চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে দেশের বাণিজ্যিক মহল। এমতাবস্থায় দেখা যাচ্ছে দেশের সিংহভাগ মানুষ চিনের সাথে সমস্তরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দিয়েছে।

৯৩ শতাংশ মানুষ চিনের সাথে সমস্তরকম বাণিজ্যিক লেনদেন ছিন্ন করার পক্ষে

৯৩ শতাংশ মানুষ চিনের সাথে সমস্তরকম বাণিজ্যিক লেনদেন ছিন্ন করার পক্ষে

চিন ভারত-সংঘাতের আবহে করা আইএএনএস সিভোটার স্ন্যাপ পোলে দেখা যাচ্ছে সোমবার রাতে গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর এই মুহূর্তে দেশের ৯৩ শতাংশ মানুষ চিনের সাথে সমস্তরকম বাণিজ্যিক লেনদেন ছিন্ন করার পক্ষে রায় দিয়েছে। প্রসঙ্গত, ফ্রেট করিডর প্রকল্পে ইতিমধ্যেই চিনা সংস্থার ৪৭১ কোটি টাকার বরাত আজই বাতিল করেছে ভারতীয় রেল।

দলমত নির্বিশেষে চিন বিরোধী মনোভাব পোষণ করছেন ভারতীয়রা

দলমত নির্বিশেষে চিন বিরোধী মনোভাব পোষণ করছেন ভারতীয়রা

সূত্রের খবর, অন্যদিকে গতকালই বিএসএনএলের ৪-জি সংযোগ চালু করতে চিনা যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে টেলিকম মন্ত্রক। এমতাবস্থায় এই সমীক্ষায় দেখা যাচ্ছে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ বর্তমানে চিনের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করছেন। এদিকে বিজেপি/এনডিএ সমর্থকেরাই সর্বাধিক চিনের সাথে সমস্ত স্বাভাবিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি ছিন্ন করার পক্ষে আওয়াজ তুলেছেন।

৭০ শতাংশ ভারতীয়র ধারণা করোনা প্রাদুর্ভাব চিনের ষড়যন্ত্র

৭০ শতাংশ ভারতীয়র ধারণা করোনা প্রাদুর্ভাব চিনের ষড়যন্ত্র

এদিকে এর আগে করা অপর একটি জরিপে দেখা গিয়েছিল, ৭০ শতাংশ ভারতীয়র ধারণা করোনা প্রাদুর্ভাব মূলত চিনের ষড়যন্ত্রের কারণেই হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা চিনের প্রতি সেই দৃঢ় অবিশ্বাস লাদাখে চিনা সেনার হাতে নৃশংস ভাবে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর আরও পুঞ্জীভূত হয়েছে। যদিও ওই সেনা সংঘর্ষে লালফৌজেরও ৪৩ জন জওয়ান প্রাণ হারান। যদিও বেশিরভাগ ভারতীয়েরই ধারণা ভারতকে বিপাকে ফেলতেই এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে চিন।

১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের মেজাজ ফিরে এসেছে

১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের মেজাজ ফিরে এসেছে

সিভোটারের প্রতিষ্ঠাতা যশবন্ত দেশমুখ এই প্রসঙ্গে বলেন, "চিনের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ও চিনের শীর্ষ শীর্ষ নেতার মধ্যে বিগত ৬ বছরে ১৮ টি বৈঠকের পর সম্পর্ক কিছুটা উন্নত হয়েছিল। তবে এইসব অগ্রগতির সাথে বর্তমানে ভারতীয়দের মধ্যে ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের সময়কার মেজাজ ফিরে এসেছে। এখন প্রত্যেকেই চিনকে শত্রুর চোখে দেখে। এই বিশ্বাস পুনরুদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে।"

সরকার ঘুমোচ্ছিল, পূর্ব পরিকল্পিত হামলা চিনের, তার মাশুল দিয়েছে ভারতীয় সেনা, ফের আক্রমণ রাহুলেরসরকার ঘুমোচ্ছিল, পূর্ব পরিকল্পিত হামলা চিনের, তার মাশুল দিয়েছে ভারতীয় সেনা, ফের আক্রমণ রাহুলের

English summary
survey says Among Indians the mood of the 1962 indo-china war has returned after ladakh clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X