For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে ক্ষমতায় ফিরছে বামেরা, ধরশায়ী হচ্ছে পদ্ম শিবির! জানাচ্ছে সাম্প্রতিক সিভোটার জনমত সমীক্ষা

কেরলে ক্ষমতায় ফিরছে বামেরা, ধরশায়ী হচ্ছে পদ্ম শিবির! জানাচ্ছে সাম্প্রতিক সিভোটার জনমত সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

বেজে গিয়েছে নির্বাচনী দামামা। দিন যত গড়াচ্ছে ততই ভোটের হাওয়ায় তপ্ত হচ্ছে পাঁচ রাজ্যের মাটি। এদিকে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের সাথে সাথেই শুরু হয়েছে একের পর এক জনমত সমীক্ষা। আগামী ২৭ মার্চ থেকেই কেরল, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। আগামী ৬ই এপ্রিল থেকে ভোটাভুটি শুরু হবে কেরলে। এমতাবস্থায় সিভোটার জনমত সমীক্ষার রিপোর্ট সামনে আসায় অস্বস্তিতে কেরল বিজেপি। অন্যদিকে ফের ক্ষমতায় ফিরছে বামেরা, এমনটাই বলছে জনমত সমীক্ষার রিপোর্ট।

কেরলের ১৪০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই

কেরলের ১৪০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই

এদিকে মোট ১৪০টি আসনে হবে বিধানসভা নির্বাচন হতে চলেছে কেরলে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯শে মার্চ। এদিকে আগামী ৬ই এপ্রিল কেরলে একদফার নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেরল নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে ২রা মে। এদিকে এখনও পর্যন্ত কেরলের গদিতে বাম সরকার রয়েছে। তবে আসন্ন নির্বাচনেও পিনারাই বিজয়নের আসন খোয়ানোর আশা কম, সে বার্তাই দিচ্ছে সমীক্ষা।

 পশ্চিমবঙ্গের ন্যায় কেরলের বাম গণতান্ত্রিক জোট কোন পর্যায়ে?

পশ্চিমবঙ্গের ন্যায় কেরলের বাম গণতান্ত্রিক জোট কোন পর্যায়ে?

সাম্প্রতিক জনমত সমীক্ষানুযায়ী, কেরলে আগামী নির্বাচনেও ক্ষমতায় ফিরছে বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)। এ বছর বিধানসভা নির্বাচনে ১৪০-এর মধ্যে ৭৭-৮৫টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এলডিএফের, জানাল সমীক্ষা। পাশাপাশি পূর্ব-বিধানসভা নির্বাচনের ৪৭টি আসনের রেকর্ড ভেঙে এ বছর প্রায় ৫৪-৬২টি আসন ঝুলিতে পুরবে কংগ্রেস সমর্থিত ইউডিএফ, বলছে সিভোটার সমীক্ষা।

 শূন্যেই শেষ হতে পারে গেরুয়া শিবির

শূন্যেই শেষ হতে পারে গেরুয়া শিবির

কেরলজুড়ে লাগাতার প্রচারের পরেও মাত্র ০-২ আসনেই আটকে যেতে পারে মোদীর রথ, এমনই চমকপ্রদ তথ্য জানাচ্ছে জনমত সমীক্ষা। কেরলের নয়া সমীক্ষা অনুযায়ী, ২০১৬-এর বিধানসভা নির্বাচনের তুলনায় এলডিএফ, ইউডিএফ ও বিজেপির ভোটব্যাঙ্কে যথাক্রমে ০.৬%, ০.৯% ও ০.৩%-এর ঘাটতি দেখা যেতে পারে। সারা দেশে গেরুয়া ঝড়ের মাঝে পশ্চিমবঙ্গের সবুজঘাঁটি ও কেরলের লালদুর্গই যে পাখির চোখ বিজেপির, তা স্পষ্ট গেরুয়া শিবিরের নির্বাচনী প্রচারেই।

 একক সংখ্যাগরিষ্ঠতার পথে এলডিএফ

একক সংখ্যাগরিষ্ঠতার পথে এলডিএফ

বর্তমানে কেরলে সিপিআইএমের নেতৃত্বাধীন এলডিএফ জোট ক্ষমতাসীন থাকলেও দেশব্যাপী গেরুয়া ঝড়ের সামনে বামদুর্গ কতটা সুরক্ষিত, সে বিষয়ে প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে। যদিও সকল হিসাব যে পাল্টে যেতে পারে, সে ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক জনমত সমীক্ষাতেই। ২০১৬-এর কেরল বিধানসভা নির্বাচনে ৯১টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতার নজির স্থাপন করে বাম গণতান্ত্রিক জোট।

মতুয়া ভোট নজরে রেখে বাংলায় অমিতের সিএএ প্রতিশ্রুতির পর দক্ষিণী রাজ্যে বিজেপির ওপর নয়া চাপ শরিকেরমতুয়া ভোট নজরে রেখে বাংলায় অমিতের সিএএ প্রতিশ্রুতির পর দক্ষিণী রাজ্যে বিজেপির ওপর নয়া চাপ শরিকের

English summary
LDF government backs victory in Kerala, says C voter opinion poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X