For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যা কখনও হয়নি সেই ইতিহাস তৈরি হতে পারে পণ্ডিচেরিতে, বলছে সি ভোটারের জনমত সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

পণ্ডিচেরিতে কয়েকদিন আগে কংগ্রেসের নির্বাচিত সরকার পড়ে গিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এরপর শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। জানানো হয়েছে যে পণ্ডিচেরিতে ৬ এপ্রিল ভোটদান হবে। অন্যান্য রাজ্যের মতো এখানে ২ মে ফলাফল ঘোষণা হবে।

নতুন ইতিহাস তৈরি হতে পারে পণ্ডিচেরিতে, মত সি ভোটার সমীক্ষায়

এদিন এবিপি সি ভোটারের জনমত সমীক্ষার ফল ঘোষণার পর দেখা যাচ্ছে যে সেখানে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে এনডিএ। সমীক্ষা বলছে, এনডিএ ১৭-২১ টি আসন পাবে ৩০ আসনের বিধানসভায়।

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট যেখানে ডিএমকে রয়েছে, তাঁরা ১০টি আসন পেতে পারে। বলা হচ্ছে, ৮ থেকে ১১টি আসনের মধ্যে পাবে কংগ্রেস-ডিএমকে জোট।

২০১৬ সালে কংগ্রেস-ডিএমকে জোট ১৭টি আসন পেয়ে জয়ী হয়। বিজেপি জোট পেয়েছিল ১২টি আসন। ২০১৬ সালে বিজেপি জোট পেয়েছিল ৩০.৫ শতাংশ ভোট। এবার পেতে পারে ৪৫.৮ শতাংশ ভোট। ওদিকে কংগ্রেস জোট ২০১৬ সালে পেয়েছিল ৩৯.৫ শতাংশ ভোট, এবার পেতে পারে ৩৬.২ শতাংশ ভোট।

English summary
C Voter Opinion Poll 2021: BJP led NDA set to form govt in Puducherry for the first time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X