For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীনগর লোকসভা আসনে ভোট পড়ল ৬.৫ শতাংশ

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং আট রাজ্যের ১০টি বিধানসভা আসনে এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হল। এর মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা আসনটিও রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং আট রাজ্যের ১০টি বিধানসভা আসনে এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হল। এর মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা আসনটিও রয়েছে।

শ্রীনগর লোকসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী। সেখানে ভোটারের সংখ্যা ১২.৬১ লক্ষ। মোট পোলিং স্টেশন ১৫০০টি। এখানকার সব পোলিং বুথই উত্তেজনাপ্রবণ অথবা অতি উত্তেজনাপ্রবণ বলে নির্বাচন কমিশন চিহ্নিত করে। লোকসভা উপনির্বাচনের জেরে উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। তা সত্ত্বেও ঝামেলা এড়ানো যায়নি। মোট আটজনের প্রাণহানি হয়েছে ও আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শ্রীনগর লোকসভা ও ৮ রাজ্যের ১০টি বিধানসভা আসনে উপনির্বাচন

এদি শ্রীনগর লোকসভা আসনে সবমিলিয়ে ভোট পড়েছে ৬.৫ শতাংশ। গত ৩০ বছরে এটাই সবচেয়ে খারাপ রেকর্ড। নির্বাচন কমিশনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে।

নয়াদিল্লিতে রাজৌরি গার্ডেন বিধানসভায় উপনির্বাচন চলছে। মধ্যপ্রদেশে বান্ধবগড় ও আতের বিধানসভা কেন্দ্রে, হিমাচল প্রদেশের ভোরাঞ্জ আসনে, পশ্চিমবঙ্গের দক্ষিণ কাঁথিতে, অসমের ধেমাজি বিধানসভা আসনে, রাজস্থানের ঢোলপুর আসনে, কর্ণাটকে নাঞ্জনগুড় ও গুন্ডলুপেট আসনে, ঝাড়খণ্ডের লিটিপারাহ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ এপ্রিল এই বিধাসভা উপনির্বাচনের ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

English summary
Bypolls for 10 assembly and 1 lok sabha seats in 8 states going on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X