For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একনজরে ৩ লোকসভা ও ৩২ বিধানসভা আসনের ফলাফল

Google Oneindia Bengali News

লাইভ : একনজরে ৩ লোকসভা ও ৩২ বিধানসভা আসনের ফলাফল
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: সম্পন্ন ৯ রাজ্যের ৩টি লোকসভা ও ৩২ টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা। ছত্তিশগড়েরের অনন্তগড়ে আজ ভোটগণনা হয়নি অনিবার্য কারণে।

ভোটগণনা হয়েছে:

লোকসভা আসন : ভাদোদরা (গুজরাট), মৈনপুরী (উত্তরপ্রদেশ), মেডক (তেলেঙ্গানা)

বিধানসভা আসন:

উত্তরপ্রদেশ ১১টি আসন - সাহারানপুর নগর, বিজনৌর, ঠাকুরদ্বারা, নয়ডা, নিঘাসন, লখনউ পূর্ব, হামিরপুর, চারকারি, সিতারু, বালহা, রোহানিয়া।

গুজরাট ৯টি আসন - দিশা, মণিনগর, টানকারা,খামবালিয়া, মাঙ্গরোল, তালাজা, আনন্দ, মাটার, লিমখেড়া।

রাজস্থান ৪টি আসন - সুরজগড়, ওয়েইর, নাসিরাবাদ, কোটা দক্ষিণ

অসম - ৩টি আসন

পশ্চিমবঙ্গ ২টি আসন - চৌরঙ্গি, বসিরহাট দক্ষিণ

অন্ধ্রপ্রদেশ ১টি আসন - নন্দীগামা

সিকিম ১টি আসন - রানগান-ওয়ানগন

ত্রিপুরা ১টি আসন - মানু

দুপুর ২টো ৪৫ মিনিট : অনন্তগড়ের ভোটগণনা হবে ২০ সেপ্টেম্বর।

দুপুর ২ টো ৪০ মিনিট : ১৫৮৬ ভোটে জয়ী হলেন শমীক ভট্টাচার্য।

দুপুর ১টা ১৫ মিনিট : গুজরাতের তালাজা ও মাটারে জয়ী বিজেপি।

দুপুর ১ টা : গুজরাতের খামবালিয়ায় জয়ী কংগ্রেস।

দুপুর ১২ টা ৫৫ মিনিট : উত্তরপ্রদেশের নিঘাসন ও হারিমপুরে জয়ী সমাজবাদী পার্টি।

দুপুর ১২টা ৪৫ মিনিট : কলকাতায় তৃণমূলের জয়োচ্ছ্বাস।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata: Bypoll trends, Celebrations at TMC office <a href="http://t.co/vOAbhyKbjH">pic.twitter.com/vOAbhyKbjH</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/511776866995159041">September 16, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

পুর ১২ টা ৪০ মিনিট : উত্তরপ্রদেশের সাহারানপুরে জয়ী বিজেপি।

দুপুর ১২ টা ১৫ মিনিট : উত্তরপ্রদেশের বালাহা, বিজনৌর, সীতারুতে জয়ী সমাজবাদী পার্টি।

দুপুর ১২ টা ১৩ মিনিট : সিকিমের রানগান-ওয়ানগন বিধানসভা কেন্দ্রে জয়ী নির্দলপ্রার্থী আর এন চামলিং।

দুপুর ১২ টা ১১ মিনিট : ঠাকুরদ্বারা বিধানসভা কেন্দ্রে ২৭,০০০ ভোটের ব্যবধানে জয়ী সমাজবাদী পার্টি।

দুপুর ১২ টা ১০ মিনিট : গুজরাতের লিমখেড়া আসনে জয়ী বিজেপি।

দুপুর ১২ টা : অসমের একটি আসনে জয়ী বিজেপি অন্য একটি আসনে জয়ী এআইডিএফ।

সকাল ১১ টা ৪৫ মিনিট : রাজস্থানের নাসিরাবাদ থেকে মাত্র ৩৮৬ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী। রাজস্থানের সপরজগড় আসনও জয়ী কংগ্রেস।

সকাল ১১ টা ৩৭ মিনিট : চৌরঙ্গি কেন্দ্রে নিকটতম প্রার্থী বিজেপির রীতেশ তিওয়ারিকে ১৪ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

সকাল ১১ টা ৩৫ মিনিট : বসিরহাট দঃ কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

সকাল ১১টা ১৭ মিনিট : রাজস্থানের কোটা, গুজরাতের তানকারা ও আনন্দ আসনে জয়ী বিজেপি। রাজস্থানের নাসিরাবাদে জয়ী কংগ্রেস।

সকাল ১১টা ৪ মিনিট : চৌরঙ্গিতে ১২ রাউন্ডের শেষে ৩,৫৯৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে জোরদার লড়াই বিজেপির রীতেশ তিওয়ারির। তৃতীয় স্থানে নেমে এসেছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।

সকাল ১১ টা ১ মিনিট : নবম রাউন্ডের শেষে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে ৪ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস। চার রাউন্ডে প্রায় ১৩ হাজার ভোটের ব্যবধান কমিয়ে এনেছেন বিজেপির শমীক ভট্টাচার্য।

সকাল ১০ টা ৫৫ মিনিট : পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata: Bypoll results, counting underway <a href="http://t.co/tfZnS5A9a7">pic.twitter.com/tfZnS5A9a7</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/511721932027228160">September 16, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ১০ টা ৫২ মিনিট : গুজরাতের ভদোদরা আসনে জয়ী বিজেপি।

সকাল ১০ টা ৫০ মিনিট : উপনির্বাচনের প্রবণতা নিয়ে সমাজবাদী পার্টি নেতা নরেশ আগরওয়ালের মন্তব্য।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The way BJP was creating tension in UP, people have given a befitting reply: Naresh Agarwal, SP on Bypoll trends <a href="http://t.co/jPKcNDKXaZ">pic.twitter.com/jPKcNDKXaZ</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/511737481310380032">September 16, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ১০ টা ৪৮ মিনিট : উত্তরপ্রদেশে ৯ টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। ২ টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ১০ টা ৪২ মিনিট : অষ্টম রাউন্ডের শেষে বসিরহাট দক্ষিণে সাড়ে সাত হাজার ভোটের কিছু বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন দীপেন্দু বিশ্বাস। যদিও ক্রমশ ব্যবধান কমিয়ে তৃণমূলকে চিন্তায় ফেলছেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

সকাল ১০ টা ৪০ মিনিট :
দশম রাউন্ডের শেষে চৌরঙ্গিতে ২৯৭৫ ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি।

সকাল ১০ টা ৩২ মিনিট :
চৌরঙ্গিতে ১১৭৭ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে কংগ্রেসের সন্তোষ পাঠক।

সকাল ১০ টা ৩১ মিনিট : বসিরহাট দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস তবে ব্যবধান ১৪ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ১১ হাজার ভোট।

সকাল ১০ টা ৩০ মিনিট : ত্রিপুরার মানুতে জয়ী সিপিএম।

সকাল ১০ টা ২২ মিনিট : গুজরাতের ভদোদরা লোকসভা কেন্দ্রে ১,৪০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি।

সকাল ১০ টা ২০ মিনিট : গুজরাতের মণিনগর কেন্দ্রে জয়ী বিজেপি। সংবাদ সূত্র আইএএনএস।

সকাল ১০ টা ১৫ মিনিট : উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা কেন্দ্রে ৩৩,০০০ ভোটে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী।

সকাল ১০ টা ১৩ মিনিট :
চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে অষ্টম রাউন্ডের শেষে ফের ব্যবধান ঘুচিয়ে ৩৫৭ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে চলে গেলেন কংগ্রেসের সম্তোষ পাঠক।

সকাল ১০ টা ১০ মিনিট : ষষ্ঠ রাউন্ডের শেষে বসিরহাট দক্ষিণে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস এগিয়ে থাকলেও ব্যবধান কিছুটা কমেছে। পঞ্চম রাউন্ডের শেষে যেখানে ১৭,০৮০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল সেখানে ষষ্ঠ রাউন্ডের শেষে ব্যবধান ১৪ হাজারের কিছু বেশি।

সকাল ১০ টা ৩ মিনিট : সপ্তম রাউন্ডের শেষে চৌরঙ্গিতে সন্তোষ পাঠক এগিয়ে থাকলেও ব্যবধান কমে হয়েছে ৩২৮ ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বসিরহাট দক্ষিণে ১৭,০৮০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস।

সকাল ৯ টা ৫০ মিনিট : তেলেঙ্গানায় মেডক লোকসভা কেন্দ্রে এগিয়ে টিআরএস।

সকাল ৯ টা ৪৬ মিনিট : পশ্চিমবঙ্গ: বসিরহাট দক্ষিণের চতুর্থ রাউন্ডের গণনা শেষ। ১০,৮২০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় স্থানে বিজেপির শমীক ভট্টাচার্য।

সকাল ৯ টা ৩৪ মিনিট: পশ্চিমবঙ্গ: চৌরঙ্গীতে পঞ্চম রাউন্ডের গণনা শেষ। প্রায় আড়াই হাজার ভোটে পঞ্চম রাউন্ডের শেষেও এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক। প্রাপ্ত ভোট ১০,৯৪২। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৮,৩৮৪।

সকাল ৯ টা ৩৪ মিনিট: পশ্চিমবঙ্গ: বসিরহাট দক্ষিণের তৃতীয় রাউন্ডের গণনা শেষ। ৭৪৭৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ২১,৯৩৬। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ১৪,৪৬২।

সকাল ৯ টা ৩৩ মিনিট :
পশ্চিমবঙ্গ: চৌরঙ্গিতে চতুর্থ রাউন্ডের গণনা শেষ। ৩২৭৬ ভোটে এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক। প্রাপ্ত ভোট ৯,৭৬২। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৬,৪৮৬।

সকাল ৯ টা ১৫ মিনিট : গুজরাত: বিজেপি - ৫ এবং কংগ্রেস - ৪ আসনে এগিয়ে। নয়ডায় বিজেপি ১০০০ ভোটে এগিয়ে রয়েছে। রাজস্থানে বিজেপি ৩ টি আসনে এগিয়ে। উত্তরপ্রদেশে বিজেপি ও সমাজবাদী পার্টি ৫ টি করে আসনে এগিয়ে রয়েছে। অসমে এআইইউডিএফ ১ টি আসনে এগিয়ে।

সকাল ৯ টা ১০ মিনিট:
পশ্চিমবঙ্গ: চৌরঙ্গিতে তৃতীয় রাউন্ডের গণনা শেষ। তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে কংগ্রেসের সন্তোষ পাঠক। প্রাপ্ত ভোট ৮,০৩৪। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৫,০৯৬। তৃতীয় স্থানে বিজেপির রীতেশ তিওয়ারি। তাঁর প্রাপ্ত ভোট ২,৬২১। চতুর্থ স্থানে সিপিএম প্রার্থী।

সকাল ৯ টা ৭ মিনিট:
পশ্চিমবঙ্গ: চৌরঙ্গিতে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ। দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯ টা ৬ মিনিট :
পশ্চিমবঙ্গ: বসিরহাট দক্ষিণের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ। দ্বিতীয় রাউন্ডের শেষে ৩৪০৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস।

সকাল ৮টা ৫৯ মিনিট : উত্তরপ্রদেশে একটি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I look forward to the election results. No matter what the outcome is, it will be my inspiration for 2017. <a href="http://t.co/GR0fCqQ5Nr">http://t.co/GR0fCqQ5Nr</a></p>— Akhilesh Yadav (@yadavakhilesh) <a href="https://twitter.com/yadavakhilesh/status/511565561096982528">September 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ৮ টা ৫৮ মিনিট : রাজস্থানে ২ টি করে আসনে এগিয়ে বিজেপি ও কংগ্রেস।

সকাল৮ টা ৩৯ মিনিট : গুজরাত : ভাদোদরা লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি।

সকাল৮ টা ৩৯ মিনিট :
পশ্চিমবঙ্গ: বসিরহাট দক্ষিণের প্রথম রাউন্ডের গণনা শেষ। প্রথম রাউন্ডের শেষে ২২৮৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস।

সকাল ৮ টা ৩৯ মিনিট : পশ্চিমবঙ্গ: চৌরঙ্গিতে প্রথম রাউন্ডের গণনা শেষ। প্রথম রাউন্ডের শেষে ১১০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

সকাল ৮ টা ২৭ মিনিট :
উত্তরপ্রদেশে ২ টি আসনে এগিয়ে বিজেপি

সকাল ৮ টা ২৬ মিনিট : গুজরাতে ৩টি আসনে এগিয়ে বিজেপি একটি আসনে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮ টা : কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হল ভোটগণনা।

English summary
Bypoll Result updates in 3 LS, 32 assembly seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X