For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ উপনির্বাচন: বামদূর্গ কেরল থেকে যোগীগড় উত্তরপ্রদেশে আজ শক্তি পরীক্ষার লড়াই

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের পর আজ বিজেপির শক্তি পরীক্ষা দেশের একাধিক জায়গায় নির্বাচন ঘিরে। অন্যদিকে, গড় ছিনিয়ে নেওয়ার লড়াইতে রয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের ৫১ টি জায়গায় আজ চলছে বিধানসভা উপনির্বাচন। ২ টি আসনে চলছে লোকসভা নির্বাচন। মোট ১৮ টি রাজ্যে উপনির্বাচন ঘিরে ভোট যুদ্ধের ছবিটা একনজরে দেখে নেওয়া যাক।

 বিজেপির কাছে শক্তি পরীক্ষা কোন কোন এলাকায়?

বিজেপির কাছে শক্তি পরীক্ষা কোন কোন এলাকায়?

গেরুয়া শিবিরের পোক্ত দুর্গ যোগী গড় উত্তর প্রদেশে আজ উপনির্বাচন। গোবলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে উপনির্বাচনের আগেই হিন্দু নেতার খুনের ঘটনার প্রেক্ষাপট সঙ্গে নিয়েই শুরু হচ্ছে নির্বাচন। এরাজ্যের ১১ টি আসনে আজ ভোট। বিজেপি জোটের দখলে থাকা বিহারের ৫ টি আসনে আজ নির্বাচন। মোদী-শাহ গড় গুজরাতের ৬ টি আসনে উপনির্বাচন। রাজে গড় রাজস্থানের ২ টি আসনে চলছে ভোটগ্রহণ। অন্যদিকে, হিমাচল ও তামিলনাড়ুতে ২ টি করে আসনে ভোট আজ। অন্যদিকে, সদ্য এনআরসি শেষ করার পর অসমের ৪ টি আসনে গেরুয়া শিবিরের শক্তি পরীক্ষার লড়াই আজ।

অ-বিজেপি রাজ্যগুলিতে ভোটগ্রহণ

অ-বিজেপি রাজ্যগুলিতে ভোটগ্রহণ


এদিন কংগ্রেস শাসিত পাঞ্জাবের ৪ টি আসনে, বামদূর্গ কেরলের ৫ টি আসনে, সিক্কিমের ৩ টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোটের পর্ব রয়েছে, ছত্তিশগড়, অরুণাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ,মেঘালয়, পুদচেরি, তেলাঙ্গানাতেও।

 যোগীর জন্য লিটমাস টেস্ট থেকে এনআরসি পরবর্তী অসমে ভোট

যোগীর জন্য লিটমাস টেস্ট থেকে এনআরসি পরবর্তী অসমে ভোট

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ৩০ মাস সম্পন্ন করেছেন যোগী আদিত্যনাথ। এবার সামনেই গোবলয় ধরে রাখা নিয়ে তাঁর সামনে রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে , এই উপনির্বাচনের ভোটগ্রহণসযোগী গড়ে রাজনৈতিক মানচিত্রে খানিকটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, এনআরসি পরবর্তী সময়ে অসমের ভোট প্রক্রিয়ার দিকে নজর রাখতে চলেছে দেশষ। অসমের ৪ টি কেন্দ্রের উপনির্বাচনের গতিপ্রকৃতিও বিজেপি ও অ-বিজেপি দলগুলির কাছে শক্তি যাচাই করে নেওয়ার বড় সুযোগ এনে দিতে পারে।

English summary
Bypoll 2019: voting begins in Bihar, Madhya Paradesh, Gujarat. Among the states ruled by the BJP and its allies, the maximum 11 seats will have bypolls in Uttar Pradesh, followed by six in Gujarat, five in Bihar, four in Assam and two each in Himachal Pradesh and Tamil Nadu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X