For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানায় উপনির্বাচনে এগিয়ে TRS প্রার্থী, গণনায় কারচুপির অভিযোগ বিজেপি প্রার্থীর

তেলেঙ্গানায় উপনির্বাচনে এগিয়ে TRS প্রার্থী, গণনায় কারচুপির অভিযোগ বিজেপি প্রার্থীর

Google Oneindia Bengali News

তেলঙ্গানায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরএস আর বিজেপির মধ্যে। এগিয়ে রয়েছেন টিআরএস প্রার্থী প্রভাকর রেড্ডি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ৫৬৩টি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। টিআরএস প্রার্থী জানিেয়ছেন তাঁর জয় নিশ্চিত তা তিনি জানেন। এদিকে বিজেপি প্রার্থী গণনায় কারচুপির অভিযোগ করেছেন। তিনি বলেছেন গণনায় কারচুপি করার জন্যই ফল প্রকাশে দেরী করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য বিেজপির বিরুদ্ধে সরকার ফেলার চেষ্টার অভিযোগ করেছিলেন টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও।

এগিয়ে টিআরএস প্রার্থী

এগিয়ে টিআরএস প্রার্থী

তেলঙ্গানায় উপনির্বাচনে এগিয়ে রয়েছেন টিআরএস প্রার্থী প্রভাকর রেড্ডি। এখনও গণনা চলছে। তিনি ৫৬৩টি ভোটে বিজেপি প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত ১৪১১১টি ভোট পেয়েছেন টিআরএস প্রার্থী প্রভাকর রেড্ডি। অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন ১৩,৬৪৮টি ভোট। কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে এই কেন্দ্রে। তৃতীয় রাউন্ডের গণনা শেষ চতুর্থ রাউন্ডের গণনা শুরু হয়েছে সেখানে।

গণনায় কারচুপির অভিযোগ

গণনায় কারচুপির অভিযোগ

গণনায় কারচুপির অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন টিআরএস গণনা প্রভাবিত করছে সেকারণে ফলাফল প্রকাশ হতে দেরী করা হচ্ছে। তিনি আরো অভিযোগ করেছেন, গণনায় কারচুপি করছে টিআরএস। ভোটে জেতার জন্য এই কারচুপি করা হচ্ছে। এদিকে টিআরপএস প্রার্থী দাবি করেছেন জয় তাঁরই হবে। সে বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি। গণনার শেষ বেলাতেএও প্রবল টানাপোড়েন চলছে। এক চুল জমি ছাড়তে নারাজ টিআরএস। বিজেপিও ময়দানে টিকে থাকতে মরিয়া।

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। তিনি বলেছেন বিজেপি সরকার ভাঙার জন্য তাঁর দলের বিধায়কদের টাকার প্রলোভন দিচ্ছে। প্রকাশ্যই এই অভিযোগ করেছেন তিনি। একাধিক প্রমাণ এই নিেয় তাঁর হাতে রয়েছে বলে জানিয়েছেন টিআরএস সুপ্রিমো কে চন্দ্র শেখর রাও। গুজরাত এবং হিমাচল প্রদেশের ভোটের পরেই তেলঙ্গানা নিয়ে কোমর কষবে বিজেপি। কারণ এর পরেই আবার তেলঙ্গানায় বিধানসভা ভোট রয়েছে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।

গুজরাতের ভোটে প্রভাব

গুজরাতের ভোটে প্রভাব

তেলঙ্গানা এবং বিহারে বিজেপির ধাক্কা প্রভাব ফেলতে পারে আসন্ন দুটি বিধানসভা নির্বাচনে। একটি রয়েছে গুজরাতে। যাকে বিজেপির আঁতুরঘর বলা হয়ে থাকে। সেখান এবার বেশ চাপেই রয়েছে বিজেপি। একের পর এক ঘটনা বিজেপি সরকারকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে মোরবি কাণ্ডে চাপে রয়েছে বিজেপি। হিমাচল প্রদেশে এবার জয়ের মুখ দেখতে পারে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে উপনির্বাচনের ফলাফলে কিছুটা হলেও প্রভাব ফেলবে এই দুই রাজ্যের ভোটে।

হিমাচলে বাস্তবায়িত করা হবে ইউনিফর্ম সিভিল কোড, হিমাচলে প্রতিশ্রুতি বিজেপিরহিমাচলে বাস্তবায়িত করা হবে ইউনিফর্ম সিভিল কোড, হিমাচলে প্রতিশ্রুতি বিজেপির

English summary
TRS candidate of Telengana Munugode seat is in leading Position
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X