For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথি দক্ষিণে জিতল তৃণমূল, ৫ রাজ্যে জয়ী বিজেপি, কর্ণাটক ধরে রাখল কংগ্রেস

আজ, পশ্চিমবঙ্গ সহ দেশের ৮টি রাজ্যে ১০টি বিধানসভাকেন্দ্রে উপনির্বাচনের ফলঘোষণা। পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, হিমাচল প্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, কর্ণাটক ও মধ্যপ্রদেশে সকাল ৮ টা থেকে ভোটগননা শুরু।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ দেশের ৮টি রাজ্যে ১০টি বিধানসভাকেন্দ্রে উপনির্বাচনের ফলঘোষণা। পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, হিমাচল প্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, কর্ণাটক ও মধ্যপ্রদেশে সকাল ৮ টা থেকে ভোটগননা শুরু।

<strong>কাঁথি উপনির্বাচনের ফলাফল</strong>কাঁথি উপনির্বাচনের ফলাফল

কর্ণাটক ও মধ্যপ্রদেশে ২টি বিধানসভা কেন্দ্র ও বাংলা, অসম, রাজস্থান, ঝারখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লিতে ১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।

(LIVE) আজ পশ্চিমবঙ্গের কাঁথি দক্ষিণ-সহ ৮ রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা

পশ্চিমবঙ্গের কাঁথি দক্ষিণ, অসমের ধেমাজি, রাজস্থানের ঢোলপুর, ঝাড়খণ্ডের লিট্টিপাড়া, হিমাচল প্রদেশের ভোরাঞ্জ, দিল্লির রাজৌরি গার্ডেন, কর্ণাটকের নানজনগুড় ও গুন্দলুপেট এবং মধ্যপ্রদেশের আতের ও বান্ধবগড়ের ফলঘোষণা করা হবে আজ।

গত ৯ এপ্রিল এই কেন্দ্রগুলিতে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। রাজৌরি গার্ডেনে ভোট পড়েছে ৪৭ শতাংশ।

  • গুন্দলুপেটে ভোট পড়েছে ৮০ শতাংশ।
  • নানজনগুড়ে ভোট পড়েছে ৭৬ শতাংশ।
  • লিট্টিপাড়ায় ভোট পড়েছে ৭২.১৫ শতাংশ।
  • কাঁথি দক্ষিণে ভোট পড়েছে ৮২ শতাংশ।
  • ভোরাঞ্জে ভোট পড়েছে ৬৩ শতাংশ।
  • ধেমাজিতে ভোট পড়েছে ৬৬.৯৭ শতাংশ।
  • ঢোলপুরে ভোট পড়েছে ৮০ শতাংশ।
  • আতেরে ভোট পড়েছে ৬০ শতাংশ।
  • বান্ধবগড়ে ভোট পড়েছে ৬৫ শতাংশ।

উপনির্বাচনের ফলঘোষণার যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে

দুপুর ১২টা ৫০ মিনিট : মধ্যপ্রদেশে বান্ধবগড়ে জয়ী বিজেপির শিবনারায়ণ সিং

দুপুর ১২টা ১৯ মিনিট : দক্ষিণ কাঁথি থেকে জয়ী তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। ৯৫,৩৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

দুপুর ১২ টা ১২ মিনিট : অসমের রানোজ পেগু অসমের ধেমজি এলাকা থেকে জয়ী।

দুপুর ১২ টা ১০ মিনিট : রাজস্থান উপনির্বাচনে ধোলপুর আসনে জিতল বিজেপির শোভারানি খুশওয়া।

দুপুর ১২ টা ৮ মিনিট : দিল্লির রাজৌরি গার্ডেনে জিতল বিজেপি। এই কেন্দ্রে আপের জামানত বাজেয়াপ্ত হল।

দুপুর ১২টা ৬ মিনিট : ১৫ রাউন্ডের পর তৃণমূল - ৮৯,৭৩০ , বিজেপি দ্বিতীয় স্থানে - ৪৭,৩৩৭ , তৃতীয় স্থানে সিপিআই - ১৬,৫৪০ , চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ২,০৫৮ ভোট।

সকাল ১১ টা ২৮ মিনিট : ৮২৯০ ভোটের ব্যবধানে জিতেছেন হিমাচল প্রদেশের ভোরাঞ্জ থেকে বিজেপির অনিল ধীমান।

সকাল ১১ টা ১৫ মিনিট : ১২ রাউন্ডের পর তৃণমূল - ৭৮,৫৮৪ , বিজেপি দ্বিতীয় স্থানে - ৩৮,৩১৬ , তৃতীয় স্থানে সিপিআই - ১২,৯৬৪ , চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ১,৭৫৯ ভোট।

সকাল ১০ টা ৫০ মিনিট : অষ্টম রাউন্ডের পর তৃণমূল - ৫৭,৩৭২ , বিজেপি দ্বিতীয় স্থানে - ২৮,২৮৮ , তৃতীয় স্থানে সিপিআই - ১০,৪৬০ , চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ১৩৩৫ ভোট।

সকাল ১০ টা ৪৯ মিনিট : হিমাচল প্রদেশের ভোরাঞ্জ থেকে বিজেপির অনিল ধীমান জয়ী।

সকাল ১০ টা ৪৬ মিনিট : দিল্লির রাজৌরি গার্ডেন থেকে ৫৯২৮ ভোটে এগিয়ে বিজেপির মজিন্দর সিং সিরসা।

সকাল ১০ টা ৩৩ মিনিট : অষ্টম রাউন্ডের পর তৃণমূল - ৪৯,৪৬০ , বিজেপি দ্বিতীয় স্থানে - ২৬,০১৫ , তৃতীয় স্থানে সিপিআই - ৯,৮৯৭, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ১,১৯৫ ভোট।

সকাল ১০ টা ৩১ মিনিট : মধ্যপ্রদেশের আতেরে এগিয়ে কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি।

সকাল ১০ টা ২০ মিনিট : সপ্তম রাউন্ডের পর তৃণমূল - ৪১,১৩৭, বিজেপি দ্বিতীয় স্থানে - ২৩,২৩৪ , তৃতীয় স্থানে সিপিআই -৮,৮৯২ , চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ৯৯৭ ভোট।

সকাল ১০ টা ২ মিনিট : প্রাথমিক ভোটগননায় ৮ রাজ্যের ১০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ৫টিতে এগিয়ে রয়েছে বিজেপি।

সকাল ৯ টা ৫০ মিনিট : ষষ্ঠ রাউন্ডের পর তৃণমূল - ৩৫,৫৩৩ , বিজেপি দ্বিতীয় স্থানে -২০,২২৪ , তৃতীয় স্থানে সিপিআই - ৮,৫৬০ , চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ৮৪৭ ভোট।

সকাল ৯ টা ৩০ মিনিট : মধ্যপ্রদেশের বান্ধবগড় থেকে এগিয়ে বিজেপি, আতের থেকে এগিয়ে কংগ্রেস।

সকাল ৯ টা ২৭ মিনিট : তৃতীয় রাউন্ডের পর তৃণমূল - ১৫,০১২ , বিজেপি দ্বিতীয় স্থানে - ৯৩০০, তৃতীয় স্থানে সিপিআই - ৩৯৭৫ , চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ৪০৪ ভোট।

সকাল ৯ টা ১৪ মিনিট : হিমাচল প্রদেশে এগিয়ে বিজেপি।

সকাল ৯ টা ১৩ মিনিট : ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সিমন মারান্ডি ঝাড়খণ্ডের লিট্টিপাড়া থেকে এগিয়ে।

সকাল ৯ টা ১২ মিনিট : বিজেপির শোভা রানি কুশবা রাজস্থানের ধোলপুর থেকে এগিয়ে।

সকাল ৯ টা ৯ মিনিট : দিল্লির রাজৌরি গার্ডেনে আপ প্রার্থী হরজিৎ সিং রয়েছেন তৃতীয় স্থানে। বিজেপির মজিন্দর সিং সিরসা প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে কংগ্রেসের মীনাক্ষী চাণ্ডেলা।

সকাল ৮ টা ৫৭ মিনিট : দ্বিতীয় রাউন্ডের পর তৃণমূল - ১০,৫০২, বিজেপি দ্বিতীয় স্থানে - ৬,৯১৫, তৃতীয় স্থানে সিপিআই - ২২৯৪, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস - ৩১৯ ভোট।

সকাল ৮ টা ৪৮ মিনিট : কর্ণাটকের নানজনগড় কেন্দ্র থেকে ২৩০১ ভোটে এগিয়ে কংগ্রেসের কলালে কেশবমূর্তি।

সকাল ৮ টা ৪২ মিনিট : প্রথম রাউন্ডে এগিয়ে তৃণমূল, দ্বিতীয়স্থানে রয়েছে বিজেপি।

সকাল ৮ টা ৩৫ মিনিট : ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে গুন্দলুপেট ও নানজানগুড়ে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮ টা ২০ মিনিট :

সকাল ৮ টা ৫ মিনিট :

English summary
Bye-Election Results 2017 : Counting of votes for Delhi, Karnataka, West Bengal, Madhya Pradesh and Rajasthan today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X