For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু প্রসাদের জেল ২৭.৫ বছরের জন্য! জেলে থেকেও ভোটে সক্রিয় কীভাবে জানাল সিবিআই

লালু প্রসাদ যাদবকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য সাময়িক কোনও ছাড় দেওয়া উচিত নয়। সর্বোচ্চ আদালতে করা সওয়ালে এমনটাই জানাল সিবিআই। এদিন সিবিআই লালু যাদবের জামিনের বিরোধিতা করে।

  • |
Google Oneindia Bengali News

লালু প্রসাদ যাদবকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য সাময়িক কোনও ছাড় দেওয়া উচিত নয়। সর্বোচ্চ আদালতে করা সওয়ালে এমনটাই জানাল সিবিআই। এদিন সিবিআই লালু যাদবের জামিনের বিরোধিতা করে। পশুখাদ্য দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন আরজেডি সুপ্রিমো।

লালু প্রসাদের জেল ২৭. ৫ বছরের জন্য! জেলে থেকেও ভোটে সক্রিয় কীভাবে জানাল সিবিআই

লালু যাদবকে শুধু ৩.৫ বছরের জন্য জেলে পাঠানো হয়নি। আদালতের সব আদেশ যোগ করলে দেখা যাবে তাঁকে ২৭. ৫ বছরের জন্য জেলে পাঠানো হয়েছে।

সর্বোচ্চ আদালতে দেওয়া হলফনামায় এমনটাই জানিয়েছে সিবিআই। মুখ্যমন্ত্রী তথা বিহারের রাজনীতিবিদ হিসেবে তিনি যে কাজ করেছিলেন তা সারা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছে সিবিআই।

[আরও পড়ুন: ভোটের মুখে ফের গোমাংস বিক্রি ইস্যুতে ধুন্ধুমার অসমে, মুসলিম ব্যক্তির সঙ্গে ঘটে গেল চরমকাণ্ড ][আরও পড়ুন: ভোটের মুখে ফের গোমাংস বিক্রি ইস্যুতে ধুন্ধুমার অসমে, মুসলিম ব্যক্তির সঙ্গে ঘটে গেল চরমকাণ্ড ]

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে লালুপ্রসাদ যাদব জামিনের আবেদন করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সমস্থার অভিযোগ, শারীরিক কারণে জামিনের কথা বলে আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন তিনি। সিবিআই-এর আরও অভিযোগ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ড থেকে পরিচালনা করছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, তিনি নিজের জেলের সময় শেষ করেননি। বদলে হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রয়েছেন। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

[আরও পড়ুন:একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন][আরও পড়ুন:একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন]

English summary
Lalu Yadav must not be allowed any reprieve to pursue his political activities, the CBI told the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X