For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ আসনে উপনির্বাচন! দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

রাজ্যসভার ছটি আসনের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৫ জুলাই ছটি আসনে উপনির্বাচন হতে চলেছে গুজরাত, বিহার ও ওড়িশায়।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভার ছটি আসনের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৫ জুলাই ছটি আসনে উপনির্বাচন হতে চলেছে গুজরাত, বিহার ও ওড়িশায়। ওইদিনেই ভোটগণনা করা হবে। ৯ জুলাইয়ের মধ্যে পুরো পদ্ধতি শেষ করা হবে বলেও জানানো হয়েছে নির্বাচনের কমিশনের তরফে।

৬ আসনে উপনির্বাচন! দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

ছটি আসনের মধ্যে গুজরাত থেকে ফাঁকা হয়েছে দুটি আসন, একটি বিহারের এবং তিনটি ওড়িশার।
এবার গুজরাতের গান্ধীনগর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন বিজেপির অমিত শাহ এবং আমেথি থেকে নির্বাচিত হয়েছেন স্মৃতি ইরানি। দুজনেই গুজরাত থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে বিহারের পটনা সাহিব থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তিনিও বিহার থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

ওড়িশায় বিজেডি নেতা অচ্যুতানন্দ সামন্ত লোকসভায় নির্বাচিত হয়েছেন। ওই দলেরই প্রতাপ কেশরী দেব বিধানসভা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সৌম্যরঞ্জন পট্টনায়েক ইস্তফা দিয়েছেন। ফলে ওড়িশা থেকে রাজ্যসভার তিনটি আসন খালি হয়েছে।

গুজরাত থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে রাজ্যসভায় আনা হবে বলে সূত্রের খবর। অন্যদিকে, সহযোগী রামবিলাস পাসোয়ানকে গুজরাত থেকে রাজ্যসভায় আনতে পারে বিজেপি। এই মুহুর্তে লোকসভায় বিজেপির একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠ হলেও, রাজ্যসভায় তারা সংখ্যালঘু। যার ফলে গত সরকারের সময়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রাজ্যসভায় পাশ করাতে পারেনি বিজেপি।

English summary
By-elections to the six vacant Rajyasabha seats will be held on July 5
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X