For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচন ১০ রাজ্যে: কমল বনাম চৌহান যুদ্ধ থেকে মোদীগড়ের লড়াইয়ের আপডেট একনজরে

উপনির্বাচন ১০ রাজ্যে: কমল বনাম চৌহান যুদ্ধ থেকে মোদীগড়ের লড়াইয়ের আপডেট একনজরে

  • |
Google Oneindia Bengali News

আজকের উপনির্বাচনে মধ্যপ্রদেশে ২৮ টি আসনে লড়াই চলছে। গুজরাতে ৮ টি , ৭ টি উত্তরপ্রদেশে, ২ টি ওড়িশায়। নাগাল্যান্ড, কর্ণাটক, ঝাড়খণ্ডে ২ টি, অন্যদিকে, তেলাঙ্গানা, হরিয়ানা , ছত্তিশগড়ে ১ টি আসনে উপনির্বাচন সম্পন্ন হচ্ছে। আর এই উপনির্বাচন কার্যত প্রতিটি জাতীয় ও আঞ্চলিক দলের কাছে শক্তি পরীক্ষার লড়াই। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের গতিপ্রকৃতি।

মধ্যপ্রদেশে ধুন্ধুমার লড়াই

মধ্যপ্রদেশে ধুন্ধুমার লড়াই

মধ্যপ্রদেশে এদিন বিধানসভার ২৮ আসনের লড়াই। ইতিমধ্যেই ভোট প্রদান করেছেন এলাকার রাজনীতির মোড় ঘোরানো তরুণ তুর্কী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে, কমলনাথ বনাম শিবরাজ সিং চৌহানের যুদ্ধে আজ মধ্যপ্রদেশের সরকারের সামনে এক বড় চ্যালেঞ্জ রয়েছে।

কর্ণাটক, তেলাঙ্গানা , উত্তরপ্রদেশের পরিস্থিতি

কর্ণাটক, তেলাঙ্গানা , উত্তরপ্রদেশের পরিস্থিতি

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এদিন উপনির্বাচন বয়কট করেছে। এলাকায় উন্নতি না থাকায় এমন পদক্ষেপ। উত্তরপ্রদেশের তুন্ডজলার একই পরিস্থিতি। তেলাঙ্গানায় দুব্বাকে টিআরএস বনাম কংগ্রেসের লড়াই। এই যুদ্ধ মূলত রেড্ডিদের।

কর্ণাটকে আরআরনগর উপনির্বাচনে ভিভিপ্যাটের সমস্যা দেখা গিয়েছে।

কর্ণাটকে আরআরনগর উপনির্বাচনে ভিভিপ্যাটের সমস্যা দেখা গিয়েছে।

ছত্তিশগড় যোগীভূম থেকে মোদী গড়ের ভোট ছত্তিশগড়ে অজিত যোগীর প্রয়াণের পর এই উপনির্বাচন বিধানসভা আসনকে কেন্দ্র করে। এলাকার মারওয়াহি যোগীদের পোক্ত গড় হিসাবে খ্যাত,সেখানেই চলছে ভোট। মোদী গড় গুজরাতে ৮ টি আসনে ভোট চলছে। ১৮.৭৫ লাখ ভোটার এই এলাকায় রয়েছেন।

 ১০ টা পর্যন্ত ভোট শতাংশ

১০ টা পর্যন্ত ভোট শতাংশ

ওড়িশায় ৯. ৭৮১, ঝাড়খণ্ডে ১৩.২১, নাগাল্যান্ডে ৩৬,৯৮, ছত্তিশগড়ে ২.৪০, হরিয়ানা ১৩, তেলাঙ্গানায় ১২.৭৪ শতাংশ ভোট পড়েছে। কর্ণাটকে বেলা গড়াতেই ২৩ থেকে ২৬ শতাংশের ওপর ভোট পড়েছে।

'ভারতীয়দের মধ্যে গণতন্ত্র কতটা গভীরে এবার তা বিশ্ব বুঝবে বিহারকে দেখে',ইঙ্গিতবহ বার্তা মোদীর 'ভারতীয়দের মধ্যে গণতন্ত্র কতটা গভীরে এবার তা বিশ্ব বুঝবে বিহারকে দেখে',ইঙ্গিতবহ বার্তা মোদীর

English summary
By Elections in indias 10 states, with heavy weight tussle in MP know the Latest update of other states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X