দেশে ১০ রাজ্যে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু, ভোটারদের উদ্দেশে মোদীর কোন বার্তা
বিহারে রণ দামামা বাজিয়ে জোরকদমে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর সেই উপলক্ষ্যে বিহারে এদিন দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিকে বিহারের পাশাপাশি দেশের ১০ রাজ্য়ে উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। এদিন সকাল থেকেই কর্ণাটক, মধ্য়প্রদেশ, গুজরাত, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে উপনির্বানের ভোট গ্রহণ শুরু হয়।

এদিকে ভোট গ্রহণ ঘিরে আরও বেশি পরিমাণে ভোট দাতা যাতে অনুপ্রাণিত হন, তার বার্তা দিয়ে এদিন সকালেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট পোস্ট করেন। ১০ রাজ্যের ৫৪ টি আসনের ভোটে এদিন সকাল থেকেই দেশের বহু রাজ্য়ে পারদ চড়েছে। মোদী নিজের বার্তায় বলেন, ' আজ দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচন সংগঠিত হচ্ছে। যাঁরা এই আসনগুলিতে ভোট দিচ্ছেন, তাঁরা আরও বেশি সংখ্যক ভোট দিয়ে এই গণতন্ত্রের অনুষ্ঠান উদযাপন করুন।'
প্রসঙ্গত, এদিনের উপনির্বাচনে মধ্যপ্রদেশে ২৮ টি আসনে লড়াই চলছে। গুজরাতে ৮ টি , ৭ টি উত্তরপ্রদেশে, ২ টি ওড়িশায়। নাগাল্যান্ড, কর্ণাটক, ঝাড়খণ্ডে ২ টি, অন্যদিকে, তেলাঙ্গানা, হরিয়ানা , ছত্তিশগড়ে ১ টি আসনে উপনির্বাচন সম্পন্ন হচ্ছে। সকাল ৭ টা থেকে ভোটিং শুরু হয়েছে, চলবে সন্ধ্য়ে ৬ টা পর্যন্ত।
