For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনের ফলাফলেও হাড্ডাহাড্ডি লড়াই, একাধিক রাজ্যে বিজেপিকে জোর টক্কর কংগ্রেসের

উপনির্বাচনের ফলাফলেও হাড্ডাহাড্ডি লড়াই, একাধিক রাজ্যে বিজেপিকে জোর টক্কর কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আরও ৫ হয়েছে উপনির্বাচন। তালিকায় রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্রের মতো রাজ্য। লোকসভা ও বিধানসভা নির্বাচন কেন্দ্র মিলিয়ে ভোট হয়েছে মোট ৮ কেন্দ্রে। যার মধ্যে রয়েছে তেলঙ্গানার নাগরজুনাসাগর বিধানসভা কেন্দ্র এবং অন্ধ্রপ্রদেশের তিরুপতি লোকসভা কেন্দ্র। এছাড়ও রয়েছে কর্ণাটকের বেলগাভি লোকসভা আসন এবং মাস্কি এবং বাসভাকল্যাণ বিধানসভা কেন্দ্র। অন্যদিকে ভোট পর্ব শেষ হয়েছে রাজস্থানের সাহারা, রাজসমন্দ এবং সুজনগড় বিধানসভা কেন্দ্রে।ভোট রয়েছে মহারাষ্ট্রের পান্ধারপুর-মঙ্গলবেদ বিধানসভা কেন্দ্রেও।

উপনির্বাচনের ফলাফলেও হাড্ডাহাড্ডি লড়াই, একাধিক রাজ্যে বিজেপিকে জোর টক্কর কংগ্রেসের

এদিকে পাঁচ রাজ্যের পাশাপাশি ভোটগণনা চলছে এই ৪ রাজ্যেও। সেখানে কয়েক দফার গণনা পর্ব শেষ হতেই দেখা যাচ্ছে প্রাথমিক ভাবে জোর টক্কর হচ্ছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী কর্ণাটকে বেলগাভি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। অন্য একটিতে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এগিয়ে রয়েছে ওয়াইএসআরসিপি। মহারাষ্ট্রের পান্ধারপুর-মঙ্গলবেদে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

ম্যাজিক ফিগার পার করে বাম 'বিজয়'রথ এগিয়ে যাচ্ছে কেরলে, কুঁড়ি ফুটছে পদ্মের ম্যাজিক ফিগার পার করে বাম 'বিজয়'রথ এগিয়ে যাচ্ছে কেরলে, কুঁড়ি ফুটছে পদ্মের

অন্যদিকে তেলেঙ্গানায় এখনও পর্যন্ত সামগ্রিক ভাবে এগিয়ে টিআরএস। অন্যদিকে রাজস্থানে রাজস্থানে দুই আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে একটি আসনে। এদিকে ভোটের আবহে এই পাঁচ রাজ্যে মোট ৯ কোম্পানি আধাসেনা নিয়োগ করে নির্বাচন কমিশন। ছিলেন মোট ৬ হাজার ৫৯৩ জন আধাসেনা। এদিকে বাংলা, তামিলনাড়ু, অসম, পদুচেরি, কেরলেও শুরু হয়েছে ভোটগণনা। তার মধ্যে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট।

.

English summary
BJP-Congress battle erupts over by-election results in five states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X