For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে চিনা অ্যাপ বন্ধ হতেই শোরগোল! ড্রাগনের দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ভারত

Google Oneindia Bengali News

দেশের কোথাও বসে যদি আপনি এখন গুগল প্লে স্টোরে টিকটক ডাউনলোড করতে যান বা খুলতে যান, তবে 'এই আইটেমটি আপনার দেশে উপলভ্য নয়' বলে বার্তা দেখাবে। প্রসঙ্গত, লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের মাঝেই টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার।

চিনের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা তুঙ্গে

চিনের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা তুঙ্গে

আর এরপরই এখন চিনের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা তুঙ্গে। এই প্রসঙ্গে মুখ খুলেছে বেজিংও। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, 'চিন খুবই চিন্তিত৷ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ চিনসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বৈধ অধিকারের অনুমোদন দেওয়ার দায়িত্ব ভারত সরকারের৷' এরই মাঝে চিনের 'টুইটার' উইবোতে এখন ট্রেন্ডিং বিষয় এই অ্যাপ ব্যানের বিষয়টি।

প্লে স্টোর থেকে সরল চিনা অ্যাপ

প্লে স্টোর থেকে সরল চিনা অ্যাপ

এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷ ভারতীয়রা চিনা পণ্য বয়কটের দাবি জানাতে থাকে৷ চিনের সঙ্গে বিভিন্ন চুক্তিও বাতিল করে ভারত সরকার৷ এরপর গতকালই টিকটক, উইচ্যাটের মতো ৫৯টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র৷ তারপরই গুগল ও অ্যাপল সংস্থার তরফে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়৷

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অভিযোগ

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অভিযোগ

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়, এই অ্যাপগুলির তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে ইতিমধ্যে অনেক নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই মন্ত্রকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমও নাগরিকদের থেকে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে৷'

সরকারের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য ডাক পড়েছে

সরকারের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য ডাক পড়েছে

সংস্থাগুলিকে সরকারের প্যানেলের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে, অ্যাপগুলিকে নিষিদ্ধই রাখা হবে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে৷ এদিকে টিকটকের তরফে জানানো হয়েছে, এই অ্যাপ 'ভারতীয় আইনের অধীনে তথ্য গোপনীয়তা এবং সুরক্ষার প্রয়োজনীয়তা মেনে চলে৷' আজ সকালে একটি বিবৃতিতে জানানো হয়, 'চিনা সরকার-সহ কোনও বিদেশি সরকারের সঙ্গেই' ভারতের কোনও গ্রাহকের তথ্য এই অ্যাপ ফাঁস করেনি৷ 'যদি আমাদের অনুরোধ করা হয় তাহলে ভবিষ্যতেও আমরা একাজ করব না৷'

<strong>চিনকে কোণঠাসা করতে লক্ষ্য স্থির, আত্মনির্ভর ভারত গড়তে ফের লোকালের জন্য ভোকাল-এর টনিক মোদীর</strong>চিনকে কোণঠাসা করতে লক্ষ্য স্থির, আত্মনির্ভর ভারত গড়তে ফের লোকালের জন্য ভোকাল-এর টনিক মোদীর

English summary
Buzz in Chinese Social Media after 59 apps including TikTok gets banned in India amdi Ladakh Stand off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X