যাত্রীসহ বাস হাইজ্যাক উত্তরপ্রদেশে, উত্তেজনা ছড়াল যোগী রাজ্যে
যাত্রীভর্তি বাস হাইজ্যাক করার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। তবে হাইজ্যাকাররা কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্য নয়, নেহাতই আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আদায় করতে আসা এজেন্ট। বুধবার সকালে আগ্রায় যাত্রী সহ বেসরকারি বাস হাইজ্যাক করে নিয়ে যায় এই অর্থ পুনরুদ্ধার করা কর্মীরা। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

ঘটনাটি ঘটেছে মালপুরা পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে বাসটি সেই সময় মধ্যপ্রদেশের পান্না যাচ্ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে। পুলিশের এসপি বাবলু কুমার জানান, তিন জন ব্যক্তি বাস থেকে নেমে যাওয়ার পর পুলিশকে জানিয়েছেন যে আর্থিক সংস্থার প্রতিনিধিরা এসে বাসের দখল নেন।
প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে যে বাসটি একটি আর্থিক সংস্থার কাছ থেকে নেওয়া হয়েছিল, যারা এই বাসটিকে অর্থায়ন করেছিল। কিন্তু সঠিক সময়ে বাসের মালিক সেই অর্থ ফেরত না দেওয়ায় বাসটি উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং এটি তদন্তের জন্য পুলিশ দল গঠন করা হয়েছে।
২০২১ সালের মধ্যে ২ বিলিয়ন কোভিড ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হবে, জানিয়েছে হু