For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ি খাদ বেয়ে ৩০০ মিটার নিচে যমুনা নদীতে নেমে গেল বাস, ভয়াবহ দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার গভীরে গিয়ে পড়ল বাস। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে যমুনা নদীতে গিয়ে বাস পড়ে মৃত্যু হল অন্তত ১৪ জনের। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

  • |
Google Oneindia Bengali News

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার গভীরে গিয়ে পড়ল বাস। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে যমুনা নদীতে বাস পড়ে মৃত্যু হল অন্তত ১৪ জনের। আহত হয়েছেন অন্তত ১৩ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ১২৩ নম্বর জাতীয় সড়কে। পাহাড়ের ঢাল বেয়ে বাসটি নেমে যায় নদীতে।

পাহাড়ি খাদ বেয়ে ৩০০ মিটার নিচে নদীতে নামল বাস

১২৩ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছিল বাসটি। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর মাশুল দিতে হয় গাড়ির চালক ও যাত্রীদের। পাহাড়ের ঢাল বেয়ে ৩০০ মিটার নিচে যমুনা নদীতে গিয়ে পড়ে বাসটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করে। কিন্তু এতটাই নিচে নেমে যায় যে সাধারণ মানুষের পক্ষে সম্ভভ হয়নি বাস থেকে যাত্রীদের বের করে আনা।

খবর দেওয়া হয় এনডিআরএফকে। এনডিআরএফ চটজলদি ব্যবস্থা নেয়। আহতদের দ্রুত হাসাপাতালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৩ জন আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হেলিকপ্টারে করে তিনজনকে হৃষিকেশ এইমসে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৩২ আসন বিশিষ্ট বাসটিতে আরও বেশি যাত্রী ছিলেন। তাঁদের খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। তিনি আহতদের চিকিৎসায় সমস্তরকম সহায়তার কথা জানিয়েছেন।

English summary
Bus falls into Yamuna river down 300 meter from road at Uttakhand. At least 14 passengers are died.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X