For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পুণ্যার্থীবোঝাই বাসে আগুন তামিলনাড়ুতে, ঝলসে মৃত পাঁচ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাস
চেন্নাই, ৩১ অগস্ট: তীর্থ করে আর ঘরে ফেরা হল না। দুর্ঘটনায় মারা গেলেন পশ্চিমবঙ্গের পাঁচজন পুণ্যার্থী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রামনাথপুরমের কাছে তিরুপ্পুল্লনিতে।

পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের হুগলী ও মেদিনীপুর জেলার গ্রাম থেকে ৮০ জন বাসিন্দা দক্ষিণ ভারতে এসেছিলেন তীর্থ করতে। অধিকাংশই বয়স্ক মানুষ। দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হবে, তাই বাসে করেই চাল-ডাল-মশলাপাতি নিয়ে বেরিয়েছিলেন ওঁরা। সঙ্গে ছিল দু'খানা গ্যাস সিলিন্ডার। পথেই রান্নাবান্না করে খাওয়া হত। তিরুপতি ও রামেশ্বরম ঘুরে গতকাল রাতে তাঁরা রওনা দেন কন্যাকুমারীর উদ্দেশে। রামনাথপুরমের কাছে চালক হঠাৎ দেখতে পান বাসের পিছন থেকে ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে তিনি বাস থামিয়ে দেন। গ্যাস সিলিন্ডার লিক করছে বুঝতে পেরে সব যাত্রীদের নেমে যেতে বলেন। যখন আস্তে আস্তে সবাই নামছেন, তখনই প্রচণ্ড শব্দে একটি সিলিন্ডার ফাটে। আগুন ধরে যায় বাসে। আটকে পড়েন ১১ জন। শব্দের চোটে জড়ো হয়ে যান স্থানীয় মানুষ। ছ'জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচজন ঝলসে মারা যান।

মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এঁরা হলেন বিশ্বনাথ দাস (৬৮), বিশ্বনাথ মণ্ডল (৭৮), গোপাল দাস (৭০), দুর্গা সিনিডে (৫০) এবং মালতী নায়েক (৬০)।

হতভাগ্য বাসটি গত ২২ অগস্ট পশ্চিমবঙ্গ থেকে রওনা দিয়েছিল। দুর্ঘটনাগ্রস্তদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে তামিলনাড়ু সরকার।

English summary
Bus carrying pilgrims from Bengal caught fire in TN, five persons charred to death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X